স্পন্সরড এলার্ম


** যারা জানেন তাদের জন্য না **। যারা জানেন না , তাদের জন্য । এই পোস্ট **
উইন্ডোজ ব্যবহারের সময় অনেক page file তৈ হয় । page file ভার্চুয়াল মেমোরি হিসেবে কাজ করে ।
কিন্তু এই page file কম্পিউটাররে জমা হয়ে RAM এর গতি কমিয়ে দেয় ।
কম্পিউটার বন্ধ করার সময় স্বয়ংস্ক্রিয়ভাবে এই ফাইল গুলো আপনি মুছে ফেলতে পারেন । এই জন্য Start থেকে Control Panel –এ যান । এখান থেকে adminsitrative tolls >> Local Security Policy >> security sattings>> Local policies >> Security Options ঠিকানা যান । ডান পাশের shout down: clear virtual memory page file অপশন টি দুই ক্লিক করুন এবং অপশন টি enable করে ok দিয়ে বের হয়ে আসোন |
এখন কম্পিউটার বন্ধদের সময় virtual memory page file স্বয়ংস্ক্রিয়ভাবে মুছে যাবে । এ ছাড়া Start >> run এ গিয়ে tree লেখি Enter চাপলে run এর গতি কিছু টা বাড়বে । এই কাজ টি মাঝে মধ্যে করলে আপনার কম্পিউটার এর গতিশীল থাকবে ।
সবাইকে ধন্যবাদ । ভাল থাকুন আপনার কম্পিউটার নিয়ে । (1779)