স্পন্সরড এলার্ম


উইনডোজ সেটাপ পুরনো হয়ে গেলে আস্তে আস্তে দেখা যায় কম্পিউটার অন হতে সময় বেশী লাগে। অপেক্ষার এক মিনিট আর উপভোগের ১ দিন সমান। তাই আর অপেক্ষা নয়। আসুন ঝড়ের গতিতে কম্পিউটার অন করি নতুন করে উইনডোজ দেওয়া ছাড়াই।
প্রথমে আপনি Start মেনুতে ক্লিক করুন। তার পর run কমান্ডে যান। সেখানে লিখুন msconfig তার পর enter দেন।
এই রকম উইনডো দেখতে পাবেন। তার পর startup এ ক্লিক করে দেখুন সেখানে আপনার সেটাপ করা সকল ফাইল টিক মার্ক করা আছে। অনেক সফটওয়্যার আছে যা আমাদের প্রতিদিন কাজে আসে না । কিন্তু মাঝে মাঝে দরকার পরে। তাই আপনি তা আন ইনষ্টল করতে চাচ্ছেন না। তাই আপনি আপনার খুবই প্রয়োজনীয় ফাইল গুলো ছাড়া বাকি সব টিক মার্ক তুলে দেন। পরবর্তীতে যখন সফটওয়্যাটি দরকার পরবে তখন যাষ্ট টিক মার্ক করে দিলেই হবে। বাস আপনার কাজ শেষ। এখন আপনি Aply করে Ok দেন। বার বার ইনস্টল এন্ড আন ইনষ্টল করার দরকার নাই।
আশা করি পোষ্ট টা ভালো লেগেছে। (1715)