স্পন্সরড এলার্ম


অ্যান্ড্রয়েড প্রেমীদের কাছে গুগলের নেক্সাস ফোন একটি জনপ্রিয় নাম হলেও উচ্চ মূল্য হওয়ায় তা অনেকেরই ধরাছোঁয়ার বাইরে। তবে চীনের একটি সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে যে, এবার সাধারণ গ্রাহকদের আকৃষ্ট করতে ১০০ ডলার বা তারও কম মূল্যের নেক্সাস ফোন নিয়ে আসছে গুগল। আর উৎপাদন খরচ কমানোর জন্য এতে মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছে মাধ্যমটি।
ইতোমধ্যেই গুগল মিডিয়াটেকের সাথে কাজ করার ঘোষণা দিয়েছে, আর তাই খবরটি অনেকের কাছেই সত্যি বলেই প্রতিয়মান হচ্ছে। সাধারনত প্রতিষ্ঠানটি মধ্যম সারির গ্রাহকদের কথা মাথায় রেখে প্রসেসর উৎপাদন করে থাকে। আর এর মাধ্যমে তাইওয়ানের মোবাইল চিপ উৎপাদনকারী এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে । ধারনা করা হচ্ছে মটোরোলার মাধ্যমে ফোনটি উৎপাদন করা হতে পারে।
যদিও এই সংবাদের সত্যতা সম্পর্কে গুগলের কাছ থেকে এখনও কিছু জানা যায়নি। তবে গুগল যদি সত্যিকার অর্থেই ১০০ ডলারের এই জনপ্রিয় ফোনটি বাজারে নিয়ে আসে, তাহলে সেটি গুগলকে সাধারণ ব্যবহারকারীদের আরো কাছে নিয়ে যাবে এবং স্বল্পমূল্যের স্মার্টফোনের বাজার ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। (1047)