স্পন্সরড এলার্ম


ফেসবুক এবং টুইটারের সাথে যার প্রতিযোগিতা করার কথা সেই “গুগল প্লাস” বন্ধ করার চিন্তা ভাবনা করছে টেক জায়ান্ট গুগল।
মাত্র ২ বছর আগে, ২০১১ সালের জুন মাসে যাত্রা শুরু করা গুগল প্লাস ইতোমধ্যে ইউটিউব এবং জিমেইল ব্যবহারকারীদের সোস্যাল প্লাটফর্মে নিয়ে এসেছে। এমনকি গুগলের সার্চ রেজাল্টের সাথে গুগল প্লাসের লিঙ্ক স্থাপন করেছে। কিন্তু সবকিছু মিলিয়ে গুগল প্লাস ঠিক সুবিধা করে উঠতে পারছে না। আশানুরূপ সাফল্যের মুখ এখনও দেখে নি তারা।
ইউটিউবে কমেন্ট করার জন্য গুগল প্লাস অ্যাকাউন্ট বাধ্যতামূলক করায় ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা জাওয়াদ করিম গুগল কে অভিশাপও দিয়েছিল। সে ঘটনা এ বছর আগের।
তবে, “গুগল প্লাস বন্ধ হয়ে যাবে” এ রকম ধারনার একটি মূল কারণ হচ্ছে গুগল প্লাসের প্রধান ড্রাইভিং ফোর্স ভিক গুনডোটরা তার কাজ ছেড়ে চলে যাচ্ছেন।
অবশ্য গুগলের এক মুখপাত্র এ বিষয়টি অস্বীকার করেছেন। তবে টেক ক্রাঞ্চের ভাষ্য মতে: “দুটি উৎস থেকে আমরা জেনেছি, গুগল প্লাস এবং অ্যান্ড্রয়েড প্লাটফর্মের মধ্যে ট্যালেন্ট শিফট করা হবে”।
নাম না জানা এই উৎস আরও জানিয়েছে, সম্প্রতি ফেসবুকের হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ গুগল প্লাস বন্ধ করে দেয়ার আরও একটি কারণ।
জিমেইলের সাথে গুগল প্লাসের লিঙ্ক থাকবে তবে, অন্যান্য গুগল প্রোডাক্ট/সার্ভিসের জন্য গুগল প্লাসের ইন্টিগ্রেশন থাকবে না। উল্লেখ্য, বর্তমানে গুগল প্লাসের সক্রিয় ব্যবহারকারী ৫৪০ মিলিয়ন। তবে এই সক্রিয় ব্যবহারকারী শুধুমাত্র গুগল প্লাসের জন্য নয়, গুগলের অন্যান্য সার্ভিসের সাথে ইন্টিগ্রেটেড থাকায় এত ব্যবহারকারী পেয়েছে গুগল প্লাস। শুধুমাত্র গুগল প্লাসের কথা যদি ধরা হয়, এ কথা সত্য যে আশানুরূপ ব্যবহারকারী পাচ্ছে না এই সোস্যাল প্লাটফর্ম।
(1339)