স্পন্সরড এলার্ম


আপনার যদি নিজস্ব ইউটিউব চ্যানেল থাকে অর্থাৎ, যদি ইউটিউবে আপনার ভিডিও থেকে থাকে তাহলে সেগুলোতে এখন থেকে চাইলে শুরুতে ৩ সেকেন্ডের ইন্ট্রো ভিডিও যোগ করতে পারবেন। সম্প্রতি ইউটিউব এ সুবিধা চালু করেছে।
ইন্ট্রো ভিডিও যোগ করার জন্য প্রথমে আপনাকে ৩ সেকেন্ডের একটি ভিডিও তৈরি করতে হবে এবং আপলোড করতে হবে। অবশ্য আপলোড করার সময় সেটাকে আনলিস্টেড করে রাখবেন যাতে কেউ সেটা খুঁজে না পায়। ভিডিওটিকে “Add a channel branding intro” হিসেবে নির্বাচন করতে হবে। এ কাজটি করতে হবে ইউটিউবের “InVideo” প্রোগ্রাম পেজ থেকে।
তারপর আপনার পছন্দের যে কোন ভিডিওতে সেই ইন্ট্রো ভিডিওটি যোগ করতে পারবেন।
এক্ষেত্রে ইউটিউব বলেছে কোন প্রকার বিজ্ঞাপন স্পন্সরশিপ অথবা প্রোডাক্ট প্লেসমেন্ট ইন্ট্রো হিসেবে ব্যবহার করা যাবে না। শুধুমাত্র আপনার নিজস্ব ব্র্যান্ড প্রোমোট করার জন্য এই ইন্ট্রো ব্যবহার করা যাবে। (1284)