স্পন্সরড এলার্ম


গুগলের জনপ্রিয় চ্যাটিং অ্যাপ গুগল হ্যাংআউটস থেকে সাশ্রয়ী খরচে এবং ক্ষেত্রবিশেষে বিনামূল্যে কল করার সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি। গতকাল অ্যাপটির সর্বশেষ সংস্করণ উন্মুক্ত করা হয় যাতে এই সুবিধা যুক্ত করা হয়েছে।
এই বিষয়ে গুগলের পণ্য ব্যবস্থাপক অমিত ফুলেই জানান,” খুব দ্রুত কাউকে বার্তা পাঠানো কিংবা ভিডিও চ্যাট করার জন্য আগে থেকেই এটি জনপ্রিয়। কিন্তু অনেক সময় অল্প কথায় কিছু বলা যেমন- ‘আমি তোমাকে ভালোবাসি’ এই কথাটি মুখে বলার প্রয়োজন হয়। আর এবার এই সুবিধাও যুক্ত করা হল এতে।”
যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য প্রথমদিকে এই সুবিধাটি চালু করা হলেও পরবর্তীতে সবার জন্য এটি উন্মুক্ত করা হবে। অ্যান্ড্রয়েড এবং কম্পিউটার, এই দুই ডিভাইসের জন্যই রয়েছে হ্যাংআউটস অ্যাপ। (1749)