স্পন্সরড এলার্ম


আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
মোবাইলে গেম খেলা তেমন আমার পছন্দ না, আর আমি তেমন গেম খেলি না এবং ভাল লাগে না কিন্তু যখন এই গেমটি পেলাম অনেক ভাল লাগল, গেমের আওয়াজ, ভিডিও কোয়ালিটি অনেক ভাল লেগেছে। তাই সকলের মাঝে শেয়ার করলাম, টেকটিউন্সে এই গেম নিয়ে কয়েকটা টিউন হয়েছে কিন্তু Games গুলো আমার তেমন ভাল লাগে নাই, এবং কি খেলার সিস্টেম ও খুঁজে পাই নাই, বিরক্ত হয়ে আর খেলেনি, পরে আমার এক বন্ধু থেকে এই Apps নিয় এবং আমার মোবাইলে ইন্সটল করি, আশা করি আপনাদের গেমটা ভাল লাগবে।
তাহলে আর দেরি কেন এখান থেকে ডাউনলোড করে নিন, আর সময় পাইলে এই গেমটা একবার খেলে দেখুন।
নিচে আমার খেলার কয়েকটি স্ক্রিন শট দিলাম,
১। প্রথেম গেমস টি চালু করুন,
তারপর কয়েন নিতে COIN বাটনে ক্লিক করুন আর চালু করতে STAR বাটনে ক্লিক করুন তাহলে গেমটি চালুন হবে।
এখন খেলতে হলে A,Y,X,B বাটন গুলো দিয়ে খেলতে হবে B দিয়ে শক্রু কে মারার কাজে ব্যবহার করুন আর x দিয়ে লাফালাফি জন্য ব্যবহার হয় আর সবচেয়ে লাল লম্বা বাটন দিয়ে সামনে পিছন/ দোড়ের কাজে ব্যবহার হয়।
(2389)