স্পন্সরড এলার্ম


সবাই আশাকরি ভালোই আছেন। আমি আজ আপনাদের কে দেথাবো কিভাবে চুলের কালার পরিবর্তন করা য়ায বা কিভাবে চুলে একাধিক কালার করা য়ায।
আমি এই কাজ করার জন্য Adobe Photoshop CS4 ব্যবহার করছি তবে আপনি অন্য ফটোশপ ও ব্যবহার করতে পারেন কারন এই কাজ করার জন্য ফটোশপ এর প্রায় সকল ভারসন একই। আর বেশি কথা না বলে কাজে আসা যাক।
প্রথমে আপনার ফটোশপটি ওপেন করি file>open এ ক্লিক করে একটি ছবি ফটোশপ এ নিয়ে নিন
এবার Layer>Duplicate Layer… এ ক্লিক করুন।
এবার ১. Gradient Tools এ ক্লিক করে উপরে বার থেকে
২. Gradient color সিলেক্ট করুন ( এমন Gradient color সিলেক্ট করবেন যেন অনেক গুলো কালার থাকে) আমি spectrum সিলেক্ট করলাম
৩. অথবা আপনি নতুন Gradient color তৈরি করে নিতে পারেন।
এবার Gradient টুল টা দিয়ে ছবি উপরে উপর থেকে সাউড করে টান দিন
এবার Layers এ গিয়ে Layers এর নিচে Normal এ ক্লিক করে নিচের দিকে soft light এ ক্লিক করুন
এবার Eraser Tool সিলেক্ট করে উপর থেকে ৬৫ সাইজ এ ক্লিক করুন
এবার ওই টুল টা দিয়ে আপনার ছবির উপর এ যে জায়েগায় চুল নাই সেখানে ঘষে ঘষে কালার টা উঠিয়ে দিন। মনে রাখবেন টুল টা দিয়ে ঘসা টা যত মসৃন হবে ছবি টা তোত ফুটে উঠবে।
আপনি চাইলে Eraser Tool টি ছোট বড় করতে পারেন । কালার মোছার সময় রাইট বাটন ক্লিক করে Master Diameter এর এখানে বেশি কম এর মাধ্যমে।
ব্যাস আপনার কাজ শেষ এবার দেখুন আসল ছবি টা।
ধন্যবাদ ভালো লাগলে কমেন্ট করবেন।
(1737)