গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন? বেসিক অবস্থায় আপনার জন্য কিছু গাইডলাইন আর টিপস - টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ
Profile
নিনিতা নুহাশ

মোট এলার্ম : 49 টি


আমার এলার্ম পাতা »

» আমার ওয়েবসাইট :

» আমার ফেসবুক :

» আমার টুইটার পাতা :


স্পন্সরড এলার্ম



গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন? বেসিক অবস্থায় আপনার জন্য কিছু গাইডলাইন আর টিপস
FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন
Share Button

আসসালামু আলাইকুম,

আজ আমি আপনাদের কে কিছু গুরুত্বপূর্ণ কথা উপহার দিব। যা আপনার ডিজাইন এ পারফর্ম করতে অবশ্যই সাহায্য করবে। তো শুরু করা যাক

  • আমি ডিজাইন জগৎে নতুন কি করে শিখব বা শুরু করব গ্রাফিক্স ডিজাইন?
  • কোথায় শিখলে ভাল হবে? কোন প্রকার কোর্স ছাড়াই আমি কিভাবে আমি এটা শিখতে পারি?
  • বেসিক অবস্থায় আমার করনীয় কি? ইত্যাদি…. ইত্যাদি……

তাই যারা এইসব প্রশ্ন করেন বা করবেন ভাবছেন বা এইসব প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্যই আমার এই লেখা!! আমি যে একজন প্রফেশনাল ডিজাইনার এই রকম না কিন্তু? আমিও আপনাদেরই মত একজন সাধারন গ্রাফিক ডিজাইনার। আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে এই গ্রাফিক ডিজাইন এর ওপরে তা নিয়েই একটু আলোচনা করলাম। কোন প্রকার ভুল হলে অবশ্যই আমাকে জানাবেন এবং তা ক্ষমার চোখে দেখাটাই স্বাভাবিক কারন আমিও মানুষ আর তাই আমারও ভুল হতেই পারে। যাই হোক,

বিষয়গুলো যে শুধু আমি বানিয়ে-বানিয়ে বলতেছি তা না কিন্তু। আমি নিজেও কোন কোর্স করি নাই এই ডিজাইন শিখার জন্য। আমি নিজে যেভাবে এইসব কাজ শিখেছি তা নিয়েই এখানে বিস্তারিত বলতেছি।

 

এক নজরে উপরের প্রশ্নের উত্তরগুলো জেনে নেওয়া যাক:

প্রশ্ন নং ১. আমি ডিজাইন জগৎে নতুন কি করে শিখব গ্রাফিক্স ডিজাইন?
উত্তরঃ
 নিচের টিপস্‌গুলো ফলো করুন। তাহলেই আপনি অনেক দূর পর্যন্ত অগ্রসর হতে পারবেন।

প্রশ্ন নং ২. কোথায় কোর্স করে শিখলে ভাল হবে?
উত্তরঃ আরে ভাই! কোর্স যে করেই শিখতে হবে এমন কোন কথা আছে? আপনি নিজে নিজেই আগে শেখার চেষ্টা করে দেখুন। যদি তারপরও না হয় তখন দেখা যাবে বা ভাবা যাবে কোর্সের কথা। আর আগে পুরো লেখাটি ভালভাবে দেখুন বুঝুন তারপর সে অনুযায়ী কাজ করুন।

প্রশ্ন নং ৩. কোন প্রকার কোর্স ছাড়াই আমি কিভাবে আমি এটা শিখতে পারি?
উত্তরঃ অনেকই বলেন যে আমার গ্রাফিক্স ডিজাইন কোর্স এত্ত টাকা দিয়ে করা সম্ভব না। কিন্তু তাই বলে আমাকে বসে থাকতে হবে? ভাই/বোন শুনুন, আগে বেসিক ভাবেই নিজে নিজে শিখার চেষ্টা করে যান। দেখবেন এক না এক সময় আপনি সফল হবেনই।

সূচনা: গ্রাফিক্স ডিজাইন খুব একটা সহজ বিষয় নয় যে আপনি চাইলেন আর শিখে গেলেন। এর জন্য প্রতিনিয়তই আপনাকে অনেক বেশি বেশি চেষ্টা করতে হবে আর থাকতে হবে সাধনা ও ধৈর্য্য।

যাই হোক, আমার এই পোস্টটির টিপসগুলো দেখেই যে আপনি প্রফেশনাল হয়ে উঠবেন এমন কিন্তু না বাট আপনি অনেক অগ্রসর হতে পারবেন এ বিষয়ে আমি সিউর। নিচের দেওয়া কয়েকটি টিপস দেখে সে অনুয়াযী কাজ করুন।

1. ভাল কোম্পানিগুলোর ভাল মানের গ্রাফিক্স ডিজাইনের ওপরে করা বাংলা ভিডিও টিউটোরিয়াল কিনে ফেলেন। তারপর যখন আপনি ওসব দেখে কিছুটা দক্ষ হয়ে উঠবেন এর উপরে তখন নিচের কয়েকটি পয়েন্ট অনুসরন করেন। টিউটোরিয়াল গুলো কিনতে বেশি খরচ হবে না প্রায় ৩৫০-৫০০৳ টাকার মধ্যেই পাবেন। যা একটি কোর্সের ১০০০০ থেকে ১৫০০০ হাজার এর তুলনায় অনেক কম।

2. ইউটিউবে নতুন নতুন ভার্সনের টিউটোরিয়াল সার্চ করে ও সব প্রায় ফলো করেন!

3. গ্রাফিক ডিজাইনের জন্য ভাল-ভাল অনেক সাইট আছে ওইসব সাইটে প্রায় ভিজিট করুন, ওদের টিউটোরিয়াল ফলো করুন, তা বোঝার চেষ্টা করেন, প্রতিদিন সেসব প্রাকটিস করুন। আমার মতে আমার প্রথম পছন্দটা হল এই সাইটটা:http://psd.tutsplus.com/

4. প্রফেশনাল ডিজাইনারদের সাথে ভাল সম্পর্ক রাখুন। তাদের কাছে বড় বড় বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা করুন। সবার সাজেশনই মাথায় রাখুন।

5. ফ্রি PSD পাওয়া য়ায় এমন অনেক ওয়েবসাইট আছে। সেসব ওয়েবসাইট থেকে ফাইলগুলো নামিয়ে নিয়ে তা ওপেন করে দেখুন তারা কীভাবে তাতে কাজগুলি করেছে। সে অনুযায়ী আপনি করার চেষ্টা করুন।

6. অনেক সময় ডিজাইনের জন্য মাথায় ভাল কোন আইডিয়া আসে না। তাই কখনও কোন আইডিয়ার জন্য graphicriver.net এখানে থেকে ভাল ভাল ডিজাইনের আইডিয়া নিতে পারেন।

7. আপনার পছন্দ সবসময় মার্জিত রাখুন। সিমপল রাখার চেষ্টা করেন আপনার ডিজাইনকে। আপনার ডিজাইন সবার মাঝে শেয়ার করেন, সবার মতামত নেন।

8. সব সময় এইসব ডিজাইন এর সাথে আপ টু ডেট (Update) থাকার চেষ্টা করেন।

আশা করি, এইসব কাজ করতে করতে এক সময় আপনি দেখবেন অবশ্যই একজন ভাল মানের ডিজাইনার হতে পেরেছেন। এটি আপনাদের কাজে আসলেই আমার এ লেখা সফল। ভাল লাগলে অন্যদের সাথে এটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। (1892)

Share Button
  

FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন

এলার্ম বিভাগঃ গ্রাফিক্স ডিজাইন

এলার্ম ট্যাগ সমূহঃ > >

Ads by Techalarm tAds

এলার্মেন্ট করুন

You must be Logged in to post comment.

© টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ | সর্বসত্ত্ব সংরক্ষিত

জেগে উঠো প্রযুক্তি ডাকছে হাতছানি দিয়ে!!!


Facebook Icon