স্পন্সরড এলার্ম


আসসালামু আলাইকুম,
আগের পর্বে আমি ফটোশপ বেসিক টিউটোরিয়াল পর্ব ১ থেকে ১৪ টা টিউটোরিয়াল এর লিংক দিয়েছিলাম। এবার আপনারা দেখতে পারবেন পটোশপ বেসিক টিটোরিয়াল বেসিক পর্ব-১৪। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন এই পর্বটা দেখার আগে অবশ্যই আগের পর্ব গুলো দেখে নিবেন। আর একটা কথা অবশ্যই জানাবেন যে, আমার এই টিউটোরিয়াল গুলো আপনাদের ভাল লাগে কিনা?………………. আমি যদি আপনাদের তেমন কোন সাড়া না পাই তাহলে আমার এই কার্যক্রম আমি বন্ধ করে দিব। সুতরাং যদি আমার এই কার্যক্রম গুলো আপনার ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
এখানে আপনারা stamp toolএর ব্যাবহার এবং এর একটি প্রজেক্ট শিখতে পারবেন। আপনাদের ভাল সাড়া পেলে আমি ইনশা-আল্লাহ আরো টিউটোরিয়াল উপহার দিব
ফটোশপ বেসিক টিউটোরিয়াল পর্ব-১৫
পূর্বের সকল টিউটোরিয়াল গুলো এখানে একসাথে পেতে। এখানে ক্লিক করুন
আর আমার সাথে সর্বদা থাকতে টেকএলার্মবিডি এর অফিসিয়াল গ্রুপে জয়েন করে এ্যাকটিভ থাকুন এখান থেকে
আমার আউটসোর্সিং পেইজ এ লাইক দিন এখানথেকে
ইনশা-আল্লাহ কিছু প্রতিদিন ই আপনাদের কে আমি টিউটোরিয়াল গুলো উপহার দিব। আমাদের দেশের আপলোড স্পিড অনেক কম । তাই আপলোড হতে অনেক সময় লাগে।
সুতরাং পরবর্তী টিউটোরিয়াল গুলো পাওয়া পর্যন্ত আমার সাথেেই থাকুন। আপনাদের শুভ কামনায় আজ এখানেই বিদায়।
সতর্কবার্তাঃ আমার টিউটোরিয়ালগুলো সম্পূর্ণ জনস্বার্থে। কেউ এই গুলো সিডিতে করে বাজারজাত করার চেষ্টা করবেন না । বাজারজাত করার চেষ্টা করলে অবশ্যই কপিরাইট আইন ভঙ্গ করার জন্য সাজা পেতে হবে। আর সকলের উদ্দেশ্যে বলছি কেউ এই টিউটোরিয়াল এর বাজারজাত হতে দেখলে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা এটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন।
ফেইসবুকে আমি
(2232)