আপনার কম্পিউটারটির স্পীড বাড়িয়ে নিন খুব সহজে, কোন সফটওয়্যার ছাড়াই! - টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ
Profile
অচেনা পথিক

মোট এলার্ম : 58 টি

অচেনা পথিক

আমার এলার্ম পাতা »

» আমার ওয়েবসাইট :

» আমার ফেসবুক :

» আমার টুইটার পাতা :


স্পন্সরড এলার্ম



আপনার কম্পিউটারটির স্পীড বাড়িয়ে নিন খুব সহজে, কোন সফটওয়্যার ছাড়াই!
FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন
Share Button

প্রথমে ভলে রাখা ভাল এমন অনেক সমই আসে যখন কম্পিউটার টি কে একসাথে  অনেক কাজ করাতে হয় , তখন হইত windows setup দেওয়া লাগে বা অন্য কম্পিউটার এ বসতে হয় , তাই সবচেয়ে সহজ একটি উপাই আজ আপনাদের জানিয়ে দিচ্ছি ,

নিচের ধাপগুলো অনূসরণ করুন:

১) প্রথম এ mycomputer এ মাউস এর ডান পাসে প্রপার্টিজ সিলেক্ট করুণ

s1111

 

২) এখন Advance system setting এ যান ,

s2222222

 

৩) তারপর advance এ যান (১) ছবি তে দেখে নিতে পারেন

তারপর settings এ যান (২) ছবিতে লক্ষ্য করুন

s33333333

৪) সবশেষে adjust for best performance a click করে ok দিন , বুজতে অসুবিধা হলে ছবিতে লক্ষ্য করুন ১,২,৩,

s444444444

এই প্রক্রিয়ার পর আপনি যদি পূর্বের অবস্থায় ফিরে আসতে চান, তাহলে ১ , let me windows choose what best for my computer এই option টি নির্বাচিত করুন ।

প্রক্রিয়াটি আপনার পিসি কে অনেক খানি স্পীড করে দিবে অর্থাৎ আপনি আপনার পিসির সবটুকু পারফর্মেন্স  পাবেন। (2908)

Share Button
  

FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন

এলার্ম বিভাগঃ টিপস এবং ট্রিকস

এলার্ম ট্যাগ সমূহঃ > >

Ads by Techalarm tAds

এই এলার্মটিতে 2 টি এলার্মেন্টস করা হয়েছে

এলার্মেন্ট করুন

You must be Logged in to post comment.

© টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ | সর্বসত্ত্ব সংরক্ষিত

জেগে উঠো প্রযুক্তি ডাকছে হাতছানি দিয়ে!!!


Facebook Icon