স্পন্সরড এলার্ম


আসসালামু আলাইকুম,
আশা করি ভালো আছেন সবাই।। আজ ছোট্র একটী টিপস দেখাব আপনাদের আর তা হলো কিভাবে আমরা আমাদের ইউ এস বি ড্রাইভ তথা পেনড্রাইভ এর চিরায়ত আইকন পরিবর্তন করে সেখানে নিজের পছন্দমত ছবি দিতে পারি।
সাধারনত এরকম একটি আইকন বাই ডীফল্ট হিসেবে থাকে তো চলুন কিভাবে করব কাজটী সেটি দেখি।
বলে রাখি এজন্য আপনি যে ছবিটি আইকন হিসেবে সেট করতে চান সেটি অবশ্যই .ico এই ফরমেটের হতে হবে। ইন্টারনেটেই অনেক ওয়েবসাইট আছে যেগুলি শুধুমাত্র অন্য ফরমেটের ছবিকে .ico ফরমেটে রুপান্তর করে থাকে।
যেমন
এই সাইট হতে করে নিতে পারেন সে কাজটী
আবার চাইলে ব্যবহার করতে পারেন কয়েক কিলোবাইটের সফটওয়্যার।
ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে।
ধরে নিলাম আপনি উক্ত ফরমেটে ছবিকে কনভার্ট করে নিয়েছেন। এখন পেনড্রাইভ টি কম্পিউটারে প্রবেশ করান তারপর নোটপ্যাড ওপেন করুন। [ স্টার্ট মেন্যু তে notepad লিখে সার্চ দিলেই পাবেন] তারপর নিচের কোড টি কপি করে নোটপ্যাড এ পেস্ট করুন।
[autorun]
Icon=logo.ico
তারপর ফাইলটিকে আপনার পেন্ড্রাইভের ভেতরে সেভ করুন autorun.inf নামে। এবার আপনার .ico ফরমেটের ছবিটিকে কপি করে এনে পেন্ড্রাইভের মধ্যে পেস্ট করুন। আমি ছবির নাম দিয়েছি mehedi.ico তাই logo.ico এর স্থানে লিখেছি mehedi.ico
ধরুন আপনার ছবিটি seudolab.ico নামে আছে। তাহলে উপরোক্ত কোড নোটপ্যাডে পেস্ট করার পর
Icon=logo.ico পরিবর্তন করে Icon=seudolab.ico দিন।
ব্যাস কাজ শেষ। এবার পেন্ড্রাইভ কে কম্পিউটার থেকে রিমুভ করে আবার প্রবেশ করান। দেখবেন আপনার দেয়া ছবিটিই আইকন হিসেবে সেট হয়ে গেছে। দেখুন আমার দেয়া ছবি not found নামক পেন্ড্রাইভের আইকন্ হিসেবে দেখাচ্ছে।
ঝামেলা মুক্ত থাকার জন্য পেন্ড্রাইভের ভেতরে অটোরান এবং আপনার ছবিটীকে হাইড করে রাখুন।
[হাইড যেভাবে করবেনঃ
অটোরান ফাইল্টির উপর রাইট ক্লিক করে প্রোপার্টিজ এ যান। একদম শেষে attributes এ Hidden এ টিকমার্ক করুন ব্যাস ফাইলটি হিডেন হয়ে যাবে। একিভাবে ছবিটিকেও হাইড করে রাখুন তাহলে ক্যারিকাচার কেউ বুঝতে পারবেনা
তো আজ এই পর্যন্তই। ভাল থাকবেন। আর ভাল লাগেলে অবশ্যই শেয়ার ও লাইক করতে ভুলবেন না কিন্তু। (1711)