স্পন্সরড এলার্ম


- আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, কেমন আছেন আপনারা আশাকরি ভালো।আজ আমি আপনাদের একটা নতুন বিষয় শেয়ার করব যে ,আমরা আমাদের কম্পিউটার চালানোর সময় বার বার রিফ্রেশ করে থাকি এছাড়া কোনো কাজ করার পর রিফ্রেশ অপশন ব্যবহারের মাধ্যমে কম্পিউটারের ক্ষমতা ঠিক রাখি ।কিন্তু যদি এমন হয় যে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার রিফ্রেশ হবে তবে কেমন হবে ? অনেক ভাল টাই না? অটো রিফ্রেশণ অপশন ব্যবহারের জন্য প্রথমে Start Menu থেকে Run-এ প্রবেশ করে regedit লিখে OK করতে হবে । Registry Editor চালু হবে। এখান থেকে HKEY-LOCAL-MACHINE থেকে SYSTEM থেকে CurrentControlSet থেকে Control থেকে Update -এ প্রবেশ করে UpdateMode খুঁজে বের করতে হবে । UpdateMode-এ ডাবল ক্লিক করলে দেখা যাবে যে ডাটা ১ লেখা আছে। এখন ডাটা ১ এর পরিবর্তে ০ লিখে আপনার কম্পিউটার রিস্টার্ট দিন । এখন আপনার কম্পিউটার অটো রিফ্রেশ হবে ।
(1403)