স্পন্সরড এলার্ম


আমরা সবাই অনলাইন টাকা ইনকাম বা ফ্রিল্যান্সিং করার জন্য উঠেপড়ে লেগেছি, কিন্তু আমরা জানিনা
না যে অনলাইনে কি ধরনের কাজ করলে টাকা ইনকাম করা যায় এবং ফ্রিল্যান্সিং করতে এসবের কোনো টা পারি কিনা।
ফ্রিল্যান্সিং করতে হলে বা অনলাইনে টাকা ইনকাম করতে আপনাকে বুঝতে হবে যারা অনলাইন এ কাজ
করে টাকা আয় করতেছে তারা সবাক খুব দক্ষ এবং প্রফেশনাল। শুধু শুধু সময় নষ্ট করবেন না।
এর জন্য আপনাকে যে কোনো একটি/একের অধিক কাজ
ভালোভাবে শিখতে হবে।
যা শিখতে পারেন-
১. Web Development
২. Software Development
৩. Networking & Information Systems
৪. All Writing & Translation
৫. Design & Multimedia
৬. Customer Service
৭. Sales & Marketing
৮. Business Services
একটি বিষয় খুব ভালোভাবে শিখে অনলাইন এ আয়
করতে আসুন দেখবেন কাজ আর খুজতে হবে না।কাজ আপনার পিছনে ছুটবে। কোথায় থেকে শিখবেন?
কারো কাছে হেল্প চাইতে হবে না। গুগল কে চিনতে শিখুন। যে জিনিস টা শিখতে চান তা বাংলায় লিখে গুগল এ সার্চ দিন দেখবেন ওই
কাজের বিস্তারিত অনেক গুলো লিঙ্ক পাবেন না আপনি খুব সহজে শিখতে পারবেন।
এছারাও – ধরুন আমি এসিও নিয়ে শিখবো, তাহলে আমি গুগল এ
লিখবো:
SEO/Search Engine Optimization-YouTube
তাহলে দেখবেন এসিও এর উপর অনেক ভিডিও পাবেন
যা দেখে আরো সহজে শিখতে পারবেন। এছারাও ব্লগ সাইট/ওয়েবসাইট খুঁজে বের করুন
যেখানে একটি কাজের সম্পূর্ণ টিউটোরিয়াল আছে।
যেমন: www. w3schools .com (এটি ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য)
এরকম অনেক সাইট আছে যেখানে আপনার পছন্দের বিষয় শিখতে পারবেন। একটু সময় নিয়ে কাজ শিখুন তারপর দেখুন এমনিতেই আপনি উপরে উঠে যাবেন। আশা করি নিরাশ হবেন না। (1250)