স্পন্সরড এলার্ম



অনেক সময় দুষ্টামি করে বন্ধুরা চুলে চুইংগাম লাগিয়ে দেয়। আবার রাস্তায় হাটতে গিয়ে জুতার নিচে চুইংগাম লেগে গেলেও পরতে হয় বিপাকে। চুল কিংবা অন্য কোথাও চুইংগাম লেগে গেলে সেটা ছাড়ানোও বেশ কঠিন ব্যাপার। চুইংগাম ছাড়ানোর আছে একটি সহজ পদ্ধতি। আর তার জন্য প্রয়োজন এক টুকরা বরফ এর।
চুইংগাম লেগে যাওয়া স্থানে এক টুকরা বরফ ঘষতে থাকুন। কিছুক্ষণের মধ্যেই চুইংগামটি শক্ত হয়ে যাবে এবং সহজেই উঠিয়ে ফেলা যাবে।
(1767)