স্পন্সরড এলার্ম


বর্তমানে অধিকাংশ ইন্টারনেট ব্যাবহারকারিই চায় অনলাইনে আয় করতে। এই আশায় অনেকেই বিভিন্ন রকম কাজ খুঁজতে থাকে এবং অনেকেই বিভিন্ন রকম কাজের সন্ধানও পেয়ে যান। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা নিশ্চিত নন যে তারা কি আসলেই এর মাধ্যমে পেমেন্ট পাবে কিনা! কারণ অনলাইনে হাজার হাজার আয়ের সাইট আছে। এর মধ্যে অধিকাংশই ভুয়া(Spam) আয়ের সাইট। না জেনে বুঝে কাজ করতে গিয়ে অযথা সময় নষ্ট হয়। তাই বুঝে শুনে আয় করার জন্য মাঠে নামা-ই বুদ্ধিমানের কাজ।
যাই হোক, কাজের কথায় আশি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার বিটকয়েন আয়ের পরিমাণ বাড়াতে পারবেন তার কৌশল।
বি.দ্রঃ যারা বিটকয়েন আয় সম্পর্কে আমার আগের পোস্টটি দেখেননি তারা এ ব্যাপারে কিছু বুঝবেননা।
তাই দয়া করে আমার আগের পোস্ট দেখে আসুন- [[ খুব সহজে প্রতি ঘণ্টায় আয় করুন ফ্রি বিটকয়েন [1 BITCOIN = $819.36!!! ]]
প্রথমেই বলে রাখি- এখানে নতুন কিছু বিটকয়েন আর্নিং সাইট সম্পর্কে আলোচনা করা হবে। এসব সাইটে রেজিস্ট্রেশন করার সময় আপনি প্রথমে Coinbase একাউন্টে যে বিটকয়েন এড্রেস তৈরি করেছিলেন, অর্থাৎ freebitco.in সাইটে যে বিটকয়েন এড্রেস ব্যাবহার করেছিলেন এখানেও সেই একই এড্রেস ব্যাবহার করবেন। তাহলেই আপনি তারাতারি 1 Bitcoin বা তার বেশি আয় করতে পারবেন।
ওয়েবসাইট নং 1: [FreeBitcoinWin]
আমরা এতদিন যাবত freebitco.in সাইটে কাজ করে এসেছি। আজকের এই প্রথম ওয়েবসাইটটিও হুবহু এই সাইটের মত। সব নিয়ম-কানুন একই রকম। প্রতি ঘন্টায় ১বার ROLL করতে পারবেন। তাই আর বিস্তারিত কিছু বলার দরকার নেই। freebitco.in সাইটের পাশাপাশি এখানেও কাজ করে যান।
রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।
ওয়েবসাইট নং 2: [QoinPro]
এটি একটি লাভজনক সাইট এবং অন্যান্ন সাইটের চেয়ে একটু আলাদা । এখানে রেজিশট্রেশন করার সাথে সাথে 0.00000250 BTC ফ্রি পাবেন। আসলে শুধু বিটকয়েন নয় এখানে বাড়তি আরো অনেক কিছুই পাবেন। তবে এগুলো আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের শুধু বিটকয়েন নিয়ে চিন্তা করলেই হবে।
এখানে আপনি প্রতিদিন ফ্রি ফ্রি কোন কাজ ছারাই 0.00000001 BTC পাবেন। তবে এখানে আপনার মূল কাজ হচ্ছে রেফারেল সংগ্রহ করা। আপনার রেফারেল লিঙ্কটি ফেসবুক, টুইটার বা ব্লগ এ প্রকাশ করে রেফারেল বাড়াতে পারেন। যত বেশি রেফাররেল বাড়াবেন তত বেশি আয় বাড়বে প্রতিদিন। কারণ এখানে রয়েছে ১২৫০% রেফারেল বোনাস, তাও আবার সাত লেভেল পর্যন্ত।
রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।
নিচের মত ১টি পেজ আসবে। এখানে ইমেইল এড্রেস ও পিনকোড দিয়ে সাইন আপ করুন।
এরপর আপনার ইমেইল চেক করে দেখুন একটি এক্টিভেশন ইমেইল এসেছে।
সেই এক্টিভেশন লিংকে(১) ক্লিক করার পর যে পেজ আসবে তাতে আপনার এক্টিভেশন কোডটি(২) দিয়ে একাউন্ট ভেরিফাই করুন।
তারপর আপনার ব্যালেন্স চেক করে দেখুন। আপনার রেফারেল লিঙ্কটি প্রচার করে আয় বাড়াতে থাকুন। মিনিমাম ০.০০০১৫৫০০ btc হলে কয়েনবেসে ট্রান্সফার করতে পারবেন। তবে এখানে আপনার কাছ থেকে ০.০০০১০০০০ btc সার্ভিস চার্জ কেটে রাখা হবে। তাই অল্পতেই ট্রান্সফার না করে অনেক বেশি পরিমাণ btc জমা হলে ট্রান্সফার করাই ভাল। এখানে প্রতিদিন Automatic বিটকয়েন জমা হবে এবং কিছুদিন পর পর এর পরিমাণ বাড়তে থাকবে।
ওয়েবসাইট নং 3: [bitcoinzebra]
এই ওয়েবসাইটে প্রতি ঘন্টায় মিনিমাম ১০০ থেকে ১০০০ সাতোশি আয় করতে পারবেন। মিনিমাম ০.০০০০৫৫০০ btc হলে পেমেন্ট পাবেন। সাইটটি প্রতি রবিবার পেমেন্ট করে।
রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।
ওয়েবসাইট নং 4: [dailyfreebits]
এই ওয়েবসাইটে প্রতি তিন ঘন্টায় মিনিমাম ১০০ থেকে ১২০০ সাতোশি আয় করতে পারবেন। মিনিমাম 0.0003500 btc হলে পেমেন্ট নিতে পারবেন।
রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।
ওয়েবসাইট নং 5: [clickandcoin]
এই ওয়েবসাইটে প্রতি 45 মিনিট পর পর 100 সাতোশি আয় করতে পারবেন। মিনিমাম 0.0005500 btc হলে পেমেন্ট পাবেন।
রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।
এছাড়াও আরো অনেক ওয়েবসাইট আছে, তবে তার মধ্যে এই কয়েকটি আমার ভাল লেগেছে। পরবর্তীতে ভাল কোন বিটকয়েন ওয়েবসাইট লিঙ্ক পেলে আপনাদের জানিয়ে দেয়া হবে।
আপাতত freebitco.in সাইটের পাশাপাশি এই ওয়েবসাইটগুলোতে কাজ করে যান। নিয়মিত কাজ করলে দেখবেন কয়েক মাসের মধ্যে ১বিটকয়েন আয় হয়ে গেছে।
পোস্টটি যদি আপনার ভাল লেগে থাকে তবে প্লিজ ফেসবুকে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।
আর কোন সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন।
ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
আমার ব্লগে আসতে পারেন -http://deshitricks.ru.cx
সবাই ভাল থাকবেন। (2316)