স্পন্সরড এলার্ম


এখন আপনার লেখাকেই MP3 তে পরিণত করুন খুব সহজেই। এখন যা লিখবেন তাই শুনতে পারবেন এবং প্রয়োজন অনুসারে MP3 আকারে সংরক্ষণ করতে পারবেন।
আপনার লেখাকে MP3 করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুনঃ
১. প্রথমে এই লিঙ্কে যান তাহলে নিচের মত একটি পেইজ আসবে।
২. আপনি কোন ধরনের কণ্ঠ চান পুরুষ কণ্ঠ নাকি মহিলা কণ্ঠ টা নির্বাচন করুন।
৩. তারপর English ভাষা নির্বাচন করুন।
৪. এবার ফাঁকা বক্সে আপনি কোন লেখাকে MP3 করতে চান টা লিখুন।
৫. তারপর Create mp3 তে ক্লিক করুন।
৬. তারপর আপনি আপনার লেখা MP3 আকারে শুনতে পারবেন।
৭. আপনি চাইলে আপনার বানানো MP3 ডাউনলোডও করতে পারেন। ডাউনলোড করার জন্য Download MP3 তে ক্লিক করুন।
৮. Download MP3 তে ক্লিক করার পর নিচের মত একটি পেজ আসবে।
৯. এবার আপনার মাউসের ডান বাটন ক্লিক করে Save Audio As এ ক্লিক করে ডাউনলোড করে নিন।
১০. এবার মজা করুন।
টিউনটি আগে আমার ব্লগে প্রকাশিত।
সময় পেলে আমার ব্লগে ঘুরে আসবেন।
টিউনটি পড়ে ভাল লাগলে আমার এই পেজে একটা লাইক দিয়ে আসবেন।
(2353)