স্পন্সরড এলার্ম


প্রথমে আপনার লাইকস প্লানেট সাইটে একটি একাউন্ট থাকতে হবে। যদি না থাকে তাহলে এই লিংক টিতে প্রবেশ করে একটি একাউন্ট তৈরি করুন ।
একাউন্ট তৈরি করার জন্য Register বারে ক্লিক করে Account রেজিস্টিশন সম্পুর্ন করুন ।
এবার Likesplanet এর সাথে facebook যুক্ত করার জন্য প্রথমে আপনার ফেসবুক একাউন্ট login করুন। তারপর home এর বাম পাশে আপনার নাম এ ক্লিক করলে যে পেজ open হবে তার address বার এ এই রকম লিংক https://www.facebook.com/ xxxx দেখতে পাবেন এবং সেই লিংক https://www.facebook.com/ এর পরের অংশটা copy করুন। তারপর likeplanet login করুন এবং Earn Point Money > Facebook > Photo/Post/Album Like এ ক্লিক করার পর যে box আসবে সেখানে পেস্ট করুন। নিচের চিত্রের মত ।
এবার টিক্স এর ব্যবহার
এর জন্য আপনার মজিলা ফায়ারফক্সের সর্বশেষ সংস্করন ভার্সন ৩০ বা এর উপর হলেই হবে । না থাকলে এই লিংক থেকে ডাউনলোড করে নিন ।
এরপর ফায়ারফক্স এ একটি এড ওনস যুক্ত করার জন্য এখানে ক্লিক করুন । ইনস্টল হলে দেখবেন আপনার বাউজারে এর একটি আইকন যুক্ত হয়েছে ।
তারপর একটি লাইক্সপ্লানেট স্ক্রিপ্ট ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন অথবা এখানে ক্লিক করুন ।
স্ক্রিপ্টটি ডাউনলোড করার পর আনজিপ করতে হবে। এরপর likesplanet_Ultimate_Fixed.iim ফাইলটি কপি করে আপনার পিসির এই নিচের লোকেশনে পেস্ট করুন।
C:Users/পিসি ইউজারনেম/ Documents/iMacros/Macros/Demo-Firefox
পেস্ট করা হলে সেটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে Edit with notepade++ দিয়ে ওপেন করে সব লেখা সিলেক্ট করে কপি করতে হবে । যদি notepade++ না থাকে তাহলে এই লিংক থেকে ডাউনলোড করে নিন ।
তারপর likeplanet সাইটে প্রবেশ করতে হবে এবং আপনার facebook ও Twitter login অবস্থায় রেখে আইকনটি ক্লিক করে Demo-Firefox এর ভিতরে likesplanet_Ultimate_Fixed.iim ফাইলটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে Edit iMacros এ ক্লিক করলে একটি পেজ ওপেন হলে সেখানে পেস্ট করতে হবে । এবার আপনার কাজ শেষ শুধু Play loop এ ক্লিক করুন তারপর দেখুন অটোমেটিক পয়েন্ট আয় করতে থাকবে ।
বুঝতে না পারলে নিচের লিংক থেকে ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিন ।
বিঃ দ্রঃ-
একটির বেশি একাউন্ট তৈরি করলে আপনার সবগুলো একাউন্ট বার্ন হবে।
আর পয়েন্ট লিমিট শেষ হলে আবার পরবর্তী ঘন্টায় শুরু করুন। এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে এই লিংক এ প্রবেশ করতে পারেন।
ধন্যবাদ সবাইকে
(1559)