ডা: জাকির নায়িক- কি একজন ভণ্ড? - টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ
Profile
সুনাম গাজী

মোট এলার্ম : 84 টি

সুনাম গাজী

আমার এলার্ম পাতা »

» আমার ওয়েবসাইট :

» আমার ফেসবুক :

» আমার টুইটার পাতা :


স্পন্সরড এলার্ম



ডা: জাকির নায়িক- কি একজন ভণ্ড?
নেইল এলার্ম এর 11 তম পর্বের 9 নাম্বার নেইল এলার্ম।পর্বের নাম ড. জাকির নায়েক
FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন
Share Button

ডা: জাকির নায়িক পিস টিভির মাধ্যমে সারা বিশ্বের মানুষের মধ্যে ইসলামের দাওয়াত ছড়িয়ে দিচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশ এবং পার্শবর্তী কয়েকটি দেশের ধর্মব্যবসায়ীদের এ ব্যাপারটি সহ্য হচ্ছে না। এর মূলে কারণ হচ্ছে যে বাংলদেশ সহ আশেপাশের কয়েকটি দেশে মুসলমানদের মধ্যে শিরক, বিদআত, কবরপূজা, মাজার পূজার ব্যাবসা চরম আকারে বিদ্যমান। বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতে মাজার পূজা, কবর পূজা এবং পীর মুরিদী ব্যবসা প্রকট। এই দেশগুলিতে বেশিরভাগ মানুষই ধর্মীয় বিষয়ে অজ্ঞ, ফলে এদের ধর্মের প্রতি আবেগকে পুঁজি করে একশ্রেনীর পীর এবং মাজারপূজারীরা ব্যবসা খুলে বসেছে। অপরদিকে বাংলাদেশেসহ অন্যান্য দেশের হক্কানী আলেমসহ পিস টিভির মাধ্যমে জাকির নায়িক এই পীর পূজা, কবর পূজা, মাজার পূজা এবং কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলছে তখনই বাংলাদেশের কিছু ভন্ডপীর, ভন্ড আলেম এবং কাদিয়ানীদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আর শুরু করে দিয়েছে জাকির নায়িক এর বিরু্দ্ধে অপপ্রচার! তাই সকলকে জানানো যাচ্ছে যে আপনারা সবাই আলকুরআন এবং সহীহ হাদীস পড়ুন সঠিক ইসলামকে জানুন। নতুবা ভন্ডপীর, মাজার পূজারী, কবর পূজারী এবং কাদিয়ানীদের বিভ্রান্তিতে পড়বেন। ভন্ডপীর, মাজারপূজারী, কবরপূজারী, পীর মুরিদী ব্যাবসায়িক এবং কাদিয়ানীদের থেকে সবাই সাবধান!!
gmail-logo-vector-01

তারা কেন ডা. জাকির নায়েকের বিরুদ্ধে লেগেছে।

প্রথমত. ঈর্ষা । তাঁর বিপুল জনপ্রিয়তায় তারা ঈর্ষান্বিত হয়েছেন তাই তাদের এই কুটসা রটানো।
দ্বিতীয়ত. কুরআন ও সহীহ হাদীস অনুসরণ:
তিনি তো বিভিন্ন মত অনুসরণ করছেন না, বরং কুরআন ও সহীহ হাদীসের কথা বলছেন তাই তারা তাঁর পিছনে লেগেছে। কারণ কুরআন ও হাদীসের কথা বললে ঠিক আছে কিন্তু সহীহ হাদীস ? তাহলে তো আমাদের গোমর ফাঁস হয়ে যাবে। আমাদের মতের অধিকাংশই জাল যইফ হাদীস অনুযায়ী। তাহলে তো আমাদের বাপ-দাদাদের পথ ত্যাগ করতে হবে।

তৃতীয়ত. শিরক বিদআতের কথা না বলা
আল্লাহ ছাড়া অন্য কারও কাছে চাওয়া যাবে না বলাত কবর পুজারী ও বিদআতীরা তাঁর বিপক্ষে লেগেছে।

দলাদলী বিহীন ইসলাম প্রচার:
তিনি ইসলামে দলাদলি না করে এক তাওহীদের উপর দাড়ানোর আহবান জানিয়েছিন। তিনি মুসলিমকে শিয়া, সুন্নী, হানাফী, শাফেয়ী, হাম্মলী প্রভৃতি নয়, বরং মুসলিম হতে বলেছেন, মুসলিমের পরিচয় এটাই। এটা বলাও তাঁর একটি অপরাধ ! কারণ উপমহাদেশে একশ্রেণীর নামধারী আলেম আছেন যারা দলাদলী করতে খুব মজা পায় । এটাকেই ইসলাম বলে।

ডা. জাকির নায়েকের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয় সেগুলো উল্লেখ পূর্বক জওয়াব নিচে দেওয়া হলো:

প্রশ্ন ১. তিনি কোন ইমামের অনুসারী? সোজা বাংলায় কোন মাযহাবের অনুসারী?

উত্তর: তিনি সকল মাযহাবের অনুসারী। কারণ সকল ইমামরাই একমত যে যখনই সহীহ হাদীস পাবে সেটাই আমার মাযহাব। অতএব তিনি সকল মাযহাবের অনুসারী।

প্রশ্ন ২. তিনি কেন টাই পড়েন ? এটা তো পড়া হারাম? 
উত্তর: ইসলামে পোশাকের মূলনীতি দেয়া আছে। আমি তার কয়েকটি সংক্ষিপ্ত আলোচনা করছি।
১. নারীদের সারা অঙ্গ ঢাকতে হবে। কিন্তু পুরুষের সতর নাভী থেকে হাটু পর্যন্ত। এবং সলাত আদায় করার সময় কাঁধে কাপড় না থাকলে সলাত আদায় হবে না।
২. নারীরা গিরার নিচেও কাপড় পরিধার করতে পারবে কিন্তু পুরুষদের জন্য এটা নিষেধ।
৩. নারীরা রেশমী কাপড় ও সোনার তৈরী গহনা পড়তে পারবে কিন্তু পুরুষদের জন্য তা হারাম।
৪. পোশাক ঢিলেঢালা হতে হবে।
৫. পোশাক এমন হতে পারবে না যেটি বিপরীত লিঙ্গের পোশাক।
৬. পোশাক এমন হতে পারবে না যাতে শরীরের ভিতরের অংশ দেখা যায়।
৬. অবিশ্বাসীদের বিশেষ কোন চিহ্ন বুঝায় এমন পোশাক বা লেবেল পরিধান করা যাবে না। যেমন, ক্রুশ, কপালে ওম লিখা, মাথার টিকা প্রভৃতি।
এবার আসি টাই নিয়ে । তিনি কেন টাই পড়েন কেন? অনেক মুসলিম আছে তাদের ধারণা টাই হলো ক্রসের প্রতীক ।কিন্তু খ্রিস্টানদের কোন ধর্মগ্রন্থেই বলা নেই যে, টাই ক্রসের প্রতীক। বরং বিশেষজ্ঞদের মতে ঠান্ডা আবহাওয়ার দেশের লোকেরা টাই পড়ে কাপড় বেধে রাখতো। তাই টাই পড়া হারাম নয়। তবে গলায় ক্রম যেটা যোগ চিহ্নের মতো সেটো পড়া হারাম।

প্রশ্ন ৩. তিনি কেন কথায় কথায় অন্য ধর্ম গ্রন্থ হতে উদ্ধৃতি দেন?
উত্তর : যারা এটা বলে থাকেন তাদের বলছি এটাও বুঝার ভুল। তিনি সেগুলো থেকেই উদ্ধৃতি দেন যেগুলোতে কুরআনের বিপরীত নেই। আর কুরআনেই তো আছে আসুন আমরা কথা বলি যা আমাদের ও তোমাদের মাঝে মিল রয়েছে।
এরকম অনেক প্রশ্ন আছে। যেগুলো করা হয়। ।

  (2285)

Share Button
Series Navigation<< জাকির নায়েক সম্পর্কে ধর্ম বাব্সায়েদের যত অভিযোগ এবং তার সঠিক উত্তর : পর্ব – ১জনপ্রিয় ইসলামিক চিন্তাবিদ ডঃ জাকির নায়িক এর কিছু ইসলামিক বই ডাউনলোড করে নিন । >>
  

FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন

এলার্ম বিভাগঃ ড. জাকির নায়েক

এলার্ম ট্যাগ সমূহঃ > >

Ads by Techalarm tAds

এলার্মেন্ট করুন

You must be Logged in to post comment.

© টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ | সর্বসত্ত্ব সংরক্ষিত

জেগে উঠো প্রযুক্তি ডাকছে হাতছানি দিয়ে!!!


Facebook Icon