স্পন্সরড এলার্ম
- ইসলামী ব্যাংকিং : এটা কি আসলেই ব্যাংকিং, নাকি ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ব্যবসা ?
- যারা রাজনীতি করে দেশের ইসলাম রক্ষার প্রতুস্স্রুতি দেয় , তারা কেন এই বিসয়ে প্রতিবাদ করেনা ? পর্ব – ১
- যারা রাজনীতি করে দেশের ইসলাম রক্ষার প্রতুস্স্রুতি দেয় , তারা কেন এই বিসয়ে প্রতিবাদ করেনা ? পর্ব – ২
- যারা রাজনীতি করে দেশের ইসলাম রক্ষার প্রতুস্স্রুতি দেয় , তারা কেন এই বিসয়ে প্রতিবাদ করেনা ? পর্ব – ৩


নব্বই দশকের দিকে বাংলাদেশে একটি কোম্পানি(এরোমেটিক কসমেটিকস লিমিটেড) ১০০% হালাল নামে একটি সাবান বাজারজাত করেছিল। হালাল সাবান বলে এদেশের স্বল্প শিক্ষিত,অর্ধ-শিক্ষিত,অশিক্ষিত,শিক্ষিতসহ সকলের কাছেই ছিল গ্রহণীয়।এই হালাল সাবানের কনসেপ্টের মার্কেটিং বিশেষত মানুষের ধর্মীয় অনুভূতিকে নাড়া দেয়ায় অন্যান্য কোম্পানি তখনকার লিভার ব্রাদার্স(বর্তমানে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড)এর লাক্স ইন্টারন্যাশনাল সাবান ও এদেশের বাজারে টিকতে পারেনি।তখন এদেশের মুসলমানরা মনে করত এরোমেটিকই একমাত্র হালাল সাবান।আর মানুষের অন্ধ ধর্মীয় অনুভূতিকেই কাজে লাগিয়ে ব্যবসার প্রসার ঘটিয়েছিল কোম্পানিটি। বস্তুতপক্ষে এরোমেটিক সাবান প্রস্তুতকরনে একই ধরনের ম্যাটেরিয়েলই(ফ্যাটি এসিড সহ) ব্যাবহার করা হতো।যা ইউনিলিভারের রিসার্চ টিম প্রমাণ করেছিল ।
তারপর কি হলো…? তা আমরা সবাই জানি এরোমেটিক ব্যন্ডের সেই হালাল সাবান আজ কোথায়।মানুষ ঠকানোর ব্যবসা বেশিদিন টিকেনি।কিছুদিন পর কোম্পানিই বন্ধ হয়ে যায়।
আজকে দিনে আমার মনে একটি বারবার উকিঁ দিচ্ছে তাহলো ইসলামী ব্যাংকিং এটা আসলে কি ?এটা কি লোক দেখানো প্রতারণা না এর বিপক্ষে কি যুক্তি থাকতে পারে ??
নাকি এদেশের মুসলমান সমাজের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ‘ইসলামের’ নাম ব্যাবহার করে মুনাফা লাভের কোন ফন্দি ??
ব্লগারদের কাছ থেকে আলোচনা আশা করছি। (1383)