Ads by Techalarm tAds

নীতিমালা - টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ
Ads by Techalarm tAds

আপনার বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন ০১৭৪৩১৭৮৭৭৩। 960x90

নীতিমালা

টেকএলার্মবিডি নীতিমালা
বাংলা ভাষার দেশীয় প্রযুক্তি ব্লগ টেকএলার্মবিডিতে আপনাকে স্বাগতম। টেকএলার্মবিডিতে টিউব(পোস্ট) ও মন্তব্য করার পূর্বে অবশ্যই নিচের নীতিমালা মেনে চলুন। টেকএলার্মবিডিতে নিবন্ধন ও মন্তব্য করলে ধরে নেওয়া হবে তিনি ‘নীতিমালা ও ব্যবহারবিধি’ পড়ে তাতে সম্মতি জ্ঞাপন করেছেন।

প্রকাশিত লেখা ও মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব টেকএলার্মবিডিতে বহন করে না।

১. টেকএলার্ম(পোস্ট) করা সংক্রান্ত

  •  টেকএলার্মবিডিতে প্রকাশিত সকল টিউব(পোস্ট) নৈতিক ও প্রযুক্তি সংক্রান্ত হতে হবে। সৃজনশীল, তথ্যবহুল ও মানসম্মত পোস্টও টেকএলার্মবিডিতে প্রধান্য পাবে।

 

  • সকল পোস্টের মূল ভাষা অবশ্যই বাংলায় এবং পোস্টে কমপক্ষে ৮০ ভাগ বাংলা ভাষা থাকতে হবে,  ইংরেজি বা অন্য কোন ভাষায় পোস্ট করা যাবে না। ফোনেটিক ব্যবহার করে ( ইংরেজি কিবোর্ড লেআউট দিয়ে বাংলা লেখা) বাংলা লিখতে পারেন।

 

  • ইংরেজী বাংলা মিশ্রিত করে, ইংরেজি হরফ দিয়ে বাংলা লিখে, অথবা বাংলা ভাষার অহেতুক বিকৃত করে কোন পোস্ট করা যাবে না।

 

  • টেকনিক্যাল টার্মগুলোর অহেতুক বাংলা প্রতিশব্দ ব্যবহার থেকে বিরত থাকুন। ট্যাকনিক্যাল ট্রার্ম গুলো লেখার ক্ষেত্রে সেগুলো ইংরেজি হরফে অথবা বহুল প্রচলিত হলে বাংলাতে উচ্চারণ লিখুন। কোন ট্রার্মের বহুল ব্যবহৃত পরিভাষা থাকলে সেটি ব্যবহার করুন।

 

  • বিভিন্ন সফটওয়্যারের ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি পোস্টে সরাসরি প্রকাশ বা আপলোড করা যাবে না। লিংক দেওয়া যাবে। প্রয়োজনে অন্য কোথাও টেক্সট ফাইল হিসেবে আপলোড করে লিংক দেওয়া যাবে। ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি বিষয় গুলো টেকএলার্মবিডি নিরুৎসাহিত করে। বরং ওপেনসোর্স ও ফ্রিওয়্যারকে স্বাগত জানায়।

 

  • ৬ মানুষের বা কোন গোষ্ঠীর ক্ষতি হয় এমন কোন ধরনের পোস্ট যেমন ঃ হ্যাকিং, ক্র্যাকিং, ফিসিং, সাইবার ক্রাইম ইত্যাদি বিষয় নিয়ে অবশ্যই পোস্ট করা যাবে না্। কারণ এত মানুষের ক্ষতির পরিমাণটা বেশি । তবে এগুলোর নিউজ প্রকাশ করা যাবে।

 

  • বিভিন্ন সংবাদ পত্রিকা, সংবাদ মাধ্যম, কমিউনিটি ব্লগ, উইকি থেকে খবর, সংবাদ, তথ্য বা অন্য লেখা প্রকাশ করা হলে পোস্ট স্থায়িত্ব বা স্থগিতের বিবেচনা টেকএলার্মবিডি বহন করবে। টেকএলার্মবিডিতে বিবেচনায় পোস্ট স্থায়ি যোগ্য হলে, তা স্থায়ি হবে অন্যথায় স্থগিত করা হবে।

 

  • নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা বা অন্য কোন উৎস থেকে হুবহু বা আংশিক কপি পেস্ট করে বা নিজের নামে পোস্ট করা যাবে না। নকল থেকে সর্বদা বিরত থাকুন।

 

  • নিজের লেখা নয় এরকম, অন্যের মানসম্মত লেখা হুবহু কপি পেস্ট করে পোস্ট করা যাবে তবে তা অবশ্যই টেকএলার্মবিডি নীতিমালা বান্ধব এবং প্রকৃত লেখকের নাম ও পূর্বে প্রকাশিত সূত্র (লিংক) উল্লেখ করতে হবে।

 

  • ১০ পূর্বে প্রকাশিত নিজের লেখা বা নিজের ব্যক্তিগত ব্লগের লেখা, লেখক নিজে হুবহু পোস্ট করতে পারবে। এক্ষেত্রে পূর্বে প্রকাশিত সূত্রের (লিংক) উল্লেখ লেখকের ইচ্ছাধীন। তবে একাধিক ব্লগে বা একাধিক অন্য কোন কম্যুনিটি ব্লগিং প্লাটফরম এ পূর্বে প্রকাশিত হয়ে থাকলে প্রকৃত লেখকের নাম ও পূর্বে প্রকাশিত সূত্র (লিংক) দিতে হবে।

 

  • ১১ নিজের ব্যক্তিগত ব্লগের লেখা অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা টেকএলার্মবিডিতে পোস্ট করতে টেকএলার্মবিডির বিশেষ কোন শর্ত বা বাধ্যবাধকতা নেই। তবে সেটা অবশ্যই নিজের লেখা হতে হবে। ব্লগিং কমিউনিটির ক্ষেত্রে যে সমস্যাটা হয় তা হল ব্লগার বা ভিসিটররা এক লেখা বিভিন্ন সাইটে দেখলে তা তাদের মনে কিছুটা বিরূপ ক্রিয়ার সৃষ্টি করে। তাই নিজের ব্যক্তিগত ব্লগের লেখা অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা টেকএলার্মবিডিতে পোস্ট করুন তবে অবশ্যই ‘পূর্বে আমার ব্লগে / এই জায়গায় প্রকাশিত’ লিখে তাতে লিংক করে দিতে হবে।

 

  • ১২ অর্ধেক পোস্ট করে বাকি পোস্ট পড়তে নিজের ব্লগ বা অন্য কারো ব্লগ এর লিংক দেয়া যাবে না। সম্পূর্ণ পোস্ট করে প্রয়োজনে লেখক ও লেখার সূত্র উল্লেখ করে পোস্ট করা যাবে।

 

  • ১৩ পোস্ট করে ডাউনলোড করার জন্য নিজের ব্লগে বা অন্য কোন ব্লগের ঠিকানা দেওয়া যাবে না। ডাউনলোডের জন্য নীতিমালা ১৬ মেনে প্রয়োজনীয় লিংক পোস্টে অবস্থান করতে হবে। প্রয়োজনে পোস্টের মধ্যে “আমার ব্লগ” উল্লেখ করে সাক্ষর হিসেবে নিজের ব্লগের লিংক দেওয়া যাবে।

 

  • ১৪ কোন রকমের এ্যাডসেন্স বা এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক এবং এফিলিয়েট লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) দিয়ে পোস্ট করা যাবে না।

 

  • ১৫ পোস্টে এমন কোন লিংক, সাইট ও ব্লগের ঠিকানা ও লিংক ব্যবহার করা যাবে না যাতে এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক বা এফিলিয়েট ফাইল হোস্টের লিংক অবস্থান করে।

 

  • ১৬ কোন ধরনের গান (শুধু ইসলামিক গান ব্যাতিত) ,অশ্লীল ভিডিও,মিউজিক,নাটক,মুভি,সিনেমা,যৌন উত্তেজক কোন লেখা বা ভিডিও এর লিংক দেওয়া ও আপলোড করা যাবে না।
  • ১৭ রেভিনিউ, পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্যে পোস্টে কোন প্রকার অ্যাফিলিয়েট লিংক, ইউআরএল শর্টেনার বা সর্টলিংক (Short Link) ব্যবহার করা যাবে না।

 

  • ১৮ অনলাইন আয় ও ফ্রিল্যান্সিং নিয়ে পোস্ট করার ক্ষেত্রে পোস্ট অবশ্যই দিকনির্দেশনা ও প্রোণদনা মূলক হতে হবে।  রেফারাল সংগ্রহ, নিজেস্ব দল গঠন অথবা কাজ করানোর উদ্দেশ্যে কোন প্রকার অনলাইন আয় ও ফ্রিল্যান্সিং নিয়ে পোস্ট করা যাবেনা।

 

  • ১৯ চাকুরির বিজ্ঞপ্তি, লোক নিয়োগ, অনলাইন আয়ের জন্য লোক নিয়োগ ইত্যাদি চেয়ে কোন প্রকার পোস্ট করা যাবে না।

 

  • ২০ জনস্বার্থে নয় শুধু মাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে এমন কোন বিজ্ঞাপনী মূলক পোস্ট প্রকাশ করা যাবে না। প্রতিষ্ঠানের বা পণ্যের উদ্দেশ্য এবং কার্যক্রমের সঠিক ও পূর্ণ বিবরণ দিয়ে পোস্ট করা যাবে এবং তা অবশ্যই জন স্বার্থে হতে হবে।

 

  • ২১ প্রচারণার ও প্রমোশনের উদ্দেশ্যে বাণিজ্যিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক সংঘ দ্বারা আয়োজিত বিভিন্ন সেমিনার, প্রতিযোগিতা, আলোচনাসভার আয়োজনের খবর ও অংশগ্রহণের খবর প্রকাশ করা যাবে না। শুধুমাত্র বিশ্বস্ত মুক্ত কমিউনিটি, সংঘ, অবাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিশ্বস্ত গ্লোবাল প্রতিষ্ঠান ও কমিউনিটি দ্বারা আয়োজিত বিভিন্ন আয়োজনের খবর প্রকাশ করা যাবে। আপনার বাণিজ্যিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক সংঘ ও বাণিজ্যিক কমিউনিটির সুষ্ঠু প্রচারণার জন্য টেকএলার্মবিডি এডভার্টাইজিং  techalarmbd@gmail.com এর সহয়তা নিন।

 

  • ২২ ডলার কেনা অথবা বেচা উভয় পোস্টের লেখককে এবং ডলার কেনা বেচা নিয়ে মন্তব্যে কোন প্রকার যোগাযোগের ঠিকানা দিলে সেই মন্তব্যকারী কেও কোন রকম কারণ দর্শানো ছাড়াই স্থায়ী ভাবে ব্লক করা হবে।

 

  • ২৩ পণ্য বা সেবা ক্রয়ের জন্য পোস্টে সরাসরি পণ্য ও সেবার মূল্য উল্লেখ করা, যোগাযোগের ঠিকানা দেওয়া, ফোন নম্বর উল্লেখ করা যাবে না এবং সম্পূর্ণ ভাবে নিষিদ্ধি। আপনার পণ্যের সহজ ও সুষ্ঠু প্রচারের জন্য টেকএলার্মবিডি এডভার্টাইজিং techalarmbd@gmail.com এর সহয়তা নিন।

 

  • ২৪ প্রচারণার উদ্দেশ্যে একই সাইট বিভিন্ন ভাবে ফিচার করা যাবে না। এ ধরনের আচরণ থেকে সর্বদা বিরত থাকুন।

 

  • ২৫ অনৈতিক, অশ্লীল, কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোনো ছবি, তথ্য ও লেখা প্রকাশ করা যাবে না।

 

  • ২৬ ধর্ম, ধর্মগ্রন্থের বাণী ও সামাজিক প্রক্ষাপটকে আঘাত করে এমন কোন বিষয় নিয়ে পোস্ট করা যাবে না বা এধরনের লেখা, পোস্টে থাকা যাবে না।

 

  • ২৭ অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য পোস্টে ব্যবহার করা যাবে না।

 

এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য টেকএলার্মবিডি যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো টেকএলার্ম-সদস্যের এলার্ম(পোস্ট) অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনার এবং টেকএলার্ম-সদস্যকে সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করার ক্ষমতা রাখে।

২. মন্তব্য করা সংক্রান্ত

  • টেকএলার্ম-সদস্যদের কিংবা ননটেক-সদস্যদের, কাউকে গালিগালাজ করা যাবে না।

 

  • কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না।

 

  • অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য ব্যবহার করা যাবে না।

 

  • মন্তব্য সরাসরি ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদির লিংক, টেক্স, ফাইল ইত্যাদি প্রকাশ করা যাবে না।

 

  • প্রচারণার উদ্দেশে মন্তব্য কোন সাইট বা সার্ভিসের লিংক প্রকাশ করা যাবে না।

 

  • মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব টেকএলার্মবিডি বহন করে না।

এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য টেকএলার্মবিডি যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো টেকএলার্ম-সদস্যের এলার্ম(পোস্ট) অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনার এবং টেকএলার্ম-সদস্যকে সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করার ক্ষমতা রাখে।

৩. টেকএলার্ম-সদস্যের আইডি সংক্রান্ত

  • টেকএলার্ম-সদস্যের আইডি বা নাম হিসেবে এমন কোনো নাম বা ছদ্মনাম ব্যবহার করা যাবে না যা অন্য টেকএলার্ম-সদস্যের নামকে হেয় করে।

 

  • বিশিষ্ট রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অনুসারে শ্রদ্ধেয় কোনো ব্যক্তি, বর্গ, গোষ্ঠিকে ব্যঙ্গ করে কোন টেকএলার্ম-সদস্যের আইডি এবং নাম তৈরি ও ব্যবহার করা যাবে না।

 

  • সামাজিকভাবে কোনো প্রচলিত নামকে হেয় করে কিংবা সামাজিক-সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে অশালীন মনে হয় এমন কোন টেকএলার্ম-সদস্যের আইডি ও নাম ব্যবহার করা যাবে না।

এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য টেকএলার্মবিডি যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো টেকএলার্ম-সদস্যের এলার্ম(পোস্ট) অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনার এবং টেকএলার্ম-সদস্যকে সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করার ক্ষমতা রাখে।

টেকএলার্মবিডি নীতিমালা পরিবর্তনশীল। বিশেষ প্রয়োজনে নীতিমালার একটি বা একাধিক বিষয় পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধনের সকল ক্ষমতা টেকএলার্মবিডি বহন করে। তবে তা মূল নীতিমালার খুব একটা পরিবর্তন না করেই এ পরিবর্তন সাধিত হয়। নীতিমালার সর্বশেষ পরিবর্তনের তারিখ এই পাতার উপরে প্রকাশ করা হবে। নীতিমালা বড় ধরনের কোন পরিবর্তন হলে অবশ্যই তা ঘোষনা দিয়ে জানিয়ে দেওয়া হবে।

  (7988)

Comments

comments

© টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ | সর্বসত্ত্ব সংরক্ষিত

জেগে উঠো প্রযুক্তি ডাকছে হাতছানি দিয়ে!!!


Facebook Icon