স্পন্সরড এলার্ম


প্রথমেই আমি আপনাদের যা না বলে পারছি না তা হল আমার সাইট একদিনের কম সময়ে গুগলে শুধু ইনডেক্স করে নি সাথে ফার্ষ্ট পেজে র্যাংকও করেছে। গুগল ইনডেক্স আর পেজ র্যাংক বোঝেন তো? না বুঝলে সমস্যা নেই। এই পোষ্ট পড়া শেষ করতে করতেই বুঝে যাবেন। কোন সাইট গুগলে ইনডেক্স হল কিনা এটা খুব সহজে জানার একটা উপায় আছে। আপনি গুগলে গিয়ে site:yoursite.com (এখানে yousite.com এর স্থানে আপনার সাইটের নাম দিন) লিখে সার্চ দিন। যদি দেখেন গুগল কিছুই খুঁজে পাচ্ছে না, তাহলে বুঝবেন আপনার সাইট এখনও গুগলে ইনডেক্স হয় নি। আর কিছু পেলে দেখবেন সব সার্চ রেজাল্ট আপনার সাইটেরই। তারমানে আপনার সাইট গুগল ইনডেক্স করেছে!! এখন আপনিই বলেন গুগল ইনডেক্স মানে কি?
এবার আসি পেজ র্যাংকের কথায়। গুগলে “বাংলা ব্লগিং থেকে আয়” লিখে সার্চ দিন। ধরুন এক্ষেত্রে আমার shahriarblog.com সাইট-টি সবার আগে আসলো। তারমানে ”বাংলা ব্লগিং থেকে আয়” এই কি-ওয়ার্ড টির জন্য গুগলে আমার সাইটের র্যাংক #১, এটাই গুগল পেজ র্যাংক।
এখন কথা হল আমার সাইট-টি তো সবার আগে আসবে বলে আমরা ধরে নিয়েছি। বাস্তবে যদি সাইট-টির অবস্থান ৫০০ নম্বরে হত? তাহলে কিভাবে বুঝতেন যে “বাংলা ব্লগিং থেকে আয়” কি-ওয়ার্ডের জন্য আপনার সাইট-টির র্যাংক ৫০০? আপনি নিশ্চয় গুগলের ৫০০তম রেজাল্ট-টি কি তা জানতে গুগল সার্চের প্রতিটা পেজ উল্টাতেন না। এটা জানতে নেটে অনেক টুল পাবেন। কোনটা টাকা দিয়ে কিনতে হয় আবার কোনটা ফ্রী। কিন্তু এই ফ্রী টুলগুলোর বেশিরভাগই দেখবেন ঠিকভাবে কাজ করে না। তাই আমি আজ আপনাদের এমন একটি টুলের সন্ধান দিব যেটা মোটামুটি সঠিক রেজাল্ট দেখায়। টুলটি ডাউনলোড করতে এই লিংকে যান। টুলটি মাত্র ১.৫ মেগাবাইটের। ডাউনলোড করে অন্য সব টুলের মতই ইনষ্টল দিন। এবার টুলটি ওপেন করে Site url এর স্থানে আপনার সাইট-টির নাম দিন। এরপর কি-ওয়ার্ড এ্যাড করুন। তারপর সার্চ দিন। একটু অপেক্ষা করার পরই পেয়ে যাবেন আপনার সাইটের পেজ র্যাংক।
টুলটি ব্যবহার করতে কোন রকম সমস্যার সম্মুখীন হলে আপনি আমাকে ইমেইল করতে পারেন এখানে, আর অবশ্যই যদি আপনাদের এর চেয়ে ভালো কোন টুলের সন্ধান জানা থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। (1656)