স্পন্সরড এলার্ম


Invite all Facebook friends at once
আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা আজ আপনাদের সামনে একটি ফেসবুক টিপস উপস্থাপন করব। এই পোস্টটি যারা ডেক্সটপে গুগল ক্রম ব্যবহার করে তাদের জন্য, যা ১০০ ভাগ কার্যকরি। আমরা অনেক সময় সখের বসে নিজের ক্রিয়েটিভিটি প্রদর্শনের উদ্দেশ্যে বা ব্যবসায়িক উদ্দেশ্যে ফেসবুক পেজ তৈরি করি। পেজটির লাইকারের সংখ্যা বাড়াতে ফ্রেন্ডদেরকে ইনভাইট করা একান্ত জরুরি। তাছাড়া অন্য পেজগুলোতেও আমরা ফ্রেন্ডদেরকে ইনভাইট করি। কিন্তু একটি একটি করে ক্লিকের মাধ্যমে ইনভাইট করা বেশ বিরক্তিকর এবং সময়সাপেক্ষ। কিছুদিন আগে জাভাস্ক্রিপ্ট ব্যাবহার করে এই সমস্যার সমাধান করা হত। কিন্তু এখন সেটা কাজ করেনা। এজন্য আমি একটি এক্সটেনশন ব্যবহার করি যার মাধ্যমে আমি এক ক্লিকেই সব বন্ধুকে ইনভাইট করি।
এর জন্য আপনাকে প্রথমে ‘Invite all friends on facebook’ নামক এক্সটেনশনটি এড করতে হবে।
এরপর স্বাভাবিক ভাবে ফেসবুক থেকে ইনভাইট করার পেজটি ওপেন করুন।
এরপর ব্রাইজারের ডানকোনায় উক্ত এক্সটেনশনের আইকনটিতে ক্লিক করুন।
ব্যাস আপনার কাজ হয়ে গেছে। এবার কিছুক্ষন অপেক্ষা করুন। চেক করে দেখুন সব ইনভাইট হয়েছে কিনা। আপনার মন্তব্য আমাকে কমেন্ট করুন।
এই পোস্টটির ভিডিও দেখতে ক্লিক করুন এখানে। ধন্যবাদ
(1553)