স্পন্সরড এলার্ম


মাঝে মাঝে দেখা যায় দুই ভাই বোন এক কম্পিউটার ইউজ করলে কার আইডি অপেন থাকবে তা নিয়ে বৈঠক করতে হয়। আবার অনেকের এখন কয়েকটা ফেসবুক একাউন্ট থাকে। পার্সোনাল কাজে অথবা মার্কেটিং এর কাজে আমরা একাধিক ফেসবুক আইডি ইউস করে থাকি । কিন্তু খুব বিরক্ত লাগে যখন বার বার সাইন আউট করতে হয় বিভিন্ন আইডি চেক করার জন্য। অথবা অনেক গুলো ব্রাউজার ইউস করতে হয়। তাই এই সমস্যার সমাধান নিয়ে হাজির হলাম আজকে। এখন থেকে আপনি মজিলার ছোট একটি এড অন্স দিয়েই একাধিক ফেসবুকে লগইন করতে পারবেন খুব সহজেই।আরেকটি কথা হল যে এটি দিয়ে আপনি জিমেইল এর ও একাধিক আইডি ব্যবহার করতে পারবেন ।
১। এখানে ক্লিক করে আপনার ফায়ারফক্স এর ভার্সন অনুসারে অ্যাডঅন টি ডাউনলোড ও ইন্সটল করে নিন ।
২। Firefox টি এখন রিস্টার্ট দিন।
৩। File এ ক্লিক করে “New Identity Profile” এর মাঝে ক্লিক করুন।
You Are Done (1532)