স্পন্সরড এলার্ম


ফেইসবুকে আপনার পেজে বা গ্রুপে কোন পোস্টকে হাইলাইট করতে চাইলে সেই পোস্টটিকে আলাদাভাবে অন্য সব পোস্টের উপরে দেখানো দরকার। বিশেষ করে আপনি যদি আপনার পেজের ভক্তদের (likers) বা গ্রুপের সদস্যদের দৃষ্টি আকর্ষণের জন্য কোন নোটিশ/পোস্ট দেন, তাহলে পোস্টটি পেজের বা গ্রুপের সবার উপরে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। সেই কাজটি আপনি করতে পারেন ফেইসবুকের Pin Post ফিচারের মাধ্যমে।
আসুন দেখি কাজটি কীভাবে করবো –
পেজের জন্যঃ
আপনার পেজের কোনো পোস্টের ডানদিকে এই চিহ্নে ক্লিক করুন।
Pin to Top একটি অপশন দেখতে পাবেন। (নিচের ছবিতে দেখুন) এই অপশনে ক্লিক করলে আপনার পোস্টটি হাইলাইট হবে মানে তাতে পিন মারা হয়ে গেলো।
এখন এই পোস্টটি আপনি পেজের টাইমলাইনে উপরে ডানদিকে দেখতে পাবেন। তাতে এই চিহ্ন থাকবে।
অ্যাডমিন কর্তৃক পিন মারা এই পোস্ট সাত দিন পর্যন্ত ওই নির্দিষ্ট স্থানে থাকবে। এরপর সেটি তারিখ অনুযায়ী টাইমলাইনে নিজের স্থানে দেখা যাবে। জেনে রাখবেন পোস্টে পিন মারার অধিকার কেবল অ্যাডমিনেরই আছে। (2269)