স্পন্সরড এলার্ম


গত সপ্তাহে কিউ৪-২০১৩ আর্থিক ফলাফল ঘোষণার সাথে সাথে ফেসবুক বেশ কিছু পরিসংখ্যান প্রকাশ করে। কোম্পানিটি জানায়, ডিসেম্বরে তাদের সাইটে ১.২৩ বিলিয়ন এক্টিভ ইউজার ছিল। তখন প্রতিদিনকার সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ছিল ৭৫৭ মিলিয়ন এবং মোবাইলে মান্থলি ৯৪৫ মিলিয়ন ও ডেইলি ৫৫৬ মিলিয়ন এক্টিভ ফেসবুকার।
উক্ত রিপোর্ট ফাইলিংয়ে ফেসবুক উল্লেখ করেছে যে, ২০১৩ সালে সাইটটিতে ৫.৫ থেকে ১১.২ শতাংশ ফেইক ইউজার ছিল। অর্থাৎ, গত ডিসেম্বরে কমপক্ষে ৬৭.৬৫ মিলিয়ন ভুয়া ফেসবুক একাউন্ট ব্যবহৃত হয়েছে। এই পরিমাণ ১৩৭.৭৬ মিলিয়ন পর্যন্তও হতে পারে।
এদের মধ্যে ৪.৩% থেকে ৭.৯% একাউন্ট ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা আছে। যার সংখ্যা দাঁড়ায় ৫২.৮৯ মিলিয়ন থেকে ৯৭.১৭ মিলিয়ন। ০.৮ শতাংশ থেকে ২.১ শতাংশ একাউন্টের কোনো ক্লাসিফিকেশন নেই। আর ০.৪-১.২% একাউন্ট অনাকাঙ্ক্ষিত, অর্থাৎ এগুলো ফেসবুকের নিয়মাবলী ভঙ্গ করার জন্য তৈরি করা হয়েছে।
এর আগেরবার প্রথম আর্থিক ফলাফলে ফেসবুক জানিয়েছিল তাদের নেটওয়ার্কে ৮.৭% ফেইক একাউন্ট রয়েছে। তবে এবার একটি রেঞ্জ (৫.৫ থেকে ১১.২ শতাংশ) প্রকাশ করায় দুই টার্মের মধ্যে তুলনা করাটা কঠিন হয়ে পড়েছে। (1381)