স্পন্সরড এলার্ম


ফেসবুকে নানা কারণে বা অকারণে হয়তো আমাদের ফ্রেন্ড লিষ্ট লুকানোর দরকার হতে পারে। মানে অন্যরা যারা এখনো আমাদের বন্ধু হয়নি তারা বা অন্য কেউই আমাদের ফ্রেন্ড লিষ্ট দেখতে পরবে না। এজন্য আপনার প্রোফাইল এ যান। মাউস পয়েন্টার টা ফ্রেন্ড লিষ্টের কাছে নিয়ে আসুন। ফ্রেন্ড লিষ্টের ডান পাশে একটা পেন্সিল দেখতে পারবেন। পেন্সিলে ক্লিক করুন।
এবার “Edit Privacy” এ ক্লিক করুন একটা পপআপ উইন্ডো আসবে
এবার কে দেখতে পারবে আর কে পাবে না ঠিক করে “Close” করে দিন। (1182)