স্পন্সরড এলার্ম



আমরা অনেকেই সময়ের অভাবে ফেইসবুক প্রতিদিন ব্যবহার করতে পারিনা বলে কয়েক মাস অথবা কয়েক বসর পর তাতে অনেক জতিলতা দেখা যায়, আবার আমার কাছের এক ভাই এর আইডি আর ফিরেই পায়নি । বর্তমানে ফেইসবুক আমাদের অনেক কাজে লাগে , তাই এটা আমাদের অনেক বেশি জরুরি , চলুন আমরা এখুনি এই ছোট কাজটুকু করে ফেলি,,,,,,,,,,
→ আপনার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট সেটিংস
(Account Settings)
এ যান।
→ সেখান থেকে সিকিউরিটি সেটিংস (Security Settings)
এ ক্লিক করুন। তারপর সেখানে ট্রাস্টেড কন্ট্যাক্টস
(Trusted Contacts)
এ ক্লিক করুন।
→ এরপর বন্ধুদের যেভাবে কোন ছবিতে ট্যাগ করেন তেমন
করে আপনার তিনজন / পাঁচজন বন্ধুকে ট্যাগ করেওকে করে বের
হয়ে আসুন। যাকে যাকে ট্যাগ করবেন
তারা জানতে পারবে যে আপনি তাদে
(Trusted Contacts)
হিসাবে রেখেছেন।
→ কখনো আপনার আইডি বন্ধ হলে আপনার ট্রাস্টেড কন্ট্যাক্টস
লিস্ট এর বন্ধুদের কাছে একটা কোড সহ মেসেজ যাবে। → এবং পরবর্তীতে আপনি ঐ কোড ব্যাবহার করে আপনার
আইডি ফিরে পাবেন।
(1507)