স্পন্সরড এলার্ম


বর্তমান এ ফেসবুক এ আসল ও নকল অনেক ধরনের অ্যাকাউন্ট পাওয়া যায়। তবে ফেসবুক ইউজারদের মধ্যে ফেইক অ্যাকাউন্ট ব্যাবহারকারিরা আসল ফেসবুক ব্যাবহারকারীদের বিরক্ত করে এবং অনেক সময় বিভিন্ন ধরনের অন্যায়মূলক আচারণ ও ক্ষতি করে থাকে যা তাদের বাস্তব জিবনে ও প্রভাব ফেলতে পারে। তাই ফেইক অ্যাকাউন্ট চেনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রথমে আপনি যে অ্যাকাউন্টটি সন্ধেহ করেন তার প্রোফাইল এ যান। তারপর তার প্রোফাইল পিকচারটি আপনার কম্পিউটার এর কোন একটি ডিস্ক স্পেস এ সেভ করে রাখেন।
সেভ করা ছবি টি আপলোড করে দিন। তারপর সার্চ বাটন এ ক্লিক করুন।
তারপর আপনি দেখতে পারবেন ছবিটি সার্চ ইঞ্জিনে । সেখান থেকে ছবিটি তে ক্লিক করুন এবং এই ছবিটির আসল পেজ এ যান এবং বিস্তারিত জেনে সঠিক সিদ্ধান্ত নিন যে আপনার সন্ধেহ জনক অ্যাকাউন্টটি কি আসল না নকল। আশাকরি বুজতে পারসেন। তবে আমি মনে করি এই পদ্ধতিটি ৯০ % কাজ করবে যদি আপনি সার্চ করা পেজটি ভালভাবে দেখেন। আর এই সম্পূর্ণ ব্যাপার টা নির্ভর করবে আপনার উপর। যদি কোনভাবে আপনি ভুল করেন তাহলে আপনার একটি ফ্রেন্ড হারাতে পারেন। সুতরাং কাজটি সঠিকভাবে করতে হবে।
তাহলে আজকে এই পর্যন্তই। আরো অনেক কিছু জানতে সবসময় techalarmbd.com এর সাথে থাকুন। সবার শুভ কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি। (1671)