স্পন্সরড এলার্ম


১১ দিন ধরে ২৩৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ রয়েছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট MH370 বোয়িং ৭৭৭ বিমানটি। এই মূহূর্তে বাংলাদেশসহ বিশ্বের বহু দেশ তন্ন তন্ন করে খুঁজে চলেছে বিমানটিকে। কিন্তু কোনো তথ্যই কেউ দিতে পারছেন না। প্রযুক্তিগত উৎকর্ষতার যুগেও যে মানুষ কতটা অসহায় এ ঘটনাটি তারই প্রমাণ। আর দুর্ভাগ্যজনকভাবে এ ঘটনাটিকে অবলম্বন করে আপনার ফেসবুক আইডি হ্যাক করে নেয়ার চেষ্টায় রয়েছে একদল দুষ্কৃতিকারী। কিন্তু কীভাবে?
ফেসবুক পোস্টে আকর্ষণীয় শিরোনাম, ‘বারমুডা ট্রায়াঙ্গলে খোঁজ মিলেছে মালয়েশিয়ার হারানো বিমানটির, ভিডিও দেখুন’। এ রকম শিরোনাম দিয়ে মালয়েশিয়ার নিখোঁজ বিমানটি সম্পর্কে ফেসবুকে ছড়ানো হচ্ছে নানা রকম গুজবের লিংক। ফেসবুকে ছড়ানো এই লিংকগুলোতে বিশ্বাস করা ও এ ধরনের পোস্টে ক্লিক করা থেকে সতর্ক হতে বলেছেন অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞরা।
অনলাইন নিরাপত্তা গবেষকেরা জানিয়েছেন, MH370 বিমানটি সম্পর্কে বিভিন্ন ধরনের চমকপ্রদ তথ্যের লিংক শেয়ার করা হচ্ছে ফেসবুক ব্যবহারকারী নিউজ ফিডে। এ লিংকগুলোতে ক্লিক করলে ব্যবহারকারীদের ইউজার নেম ও পাসওয়ার্ড চলে যাচ্ছে হ্যাকারদের কাছে। ফলে ফেসবুক আইডি হ্যাক হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। ফেসবুক ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে মালয়েশিয়ার হারিয়ে যাওয়া বিমান দেখতে পাওয়া বা খোঁজ পাওয়ার যেসব তথ্য, ভিডিও বা খবরের লিংক হাজির হচ্ছে, তা মূলত ম্যালওয়্যার ও সাইবার দুর্বৃত্তদের পাতা ফাঁদ। এ ধরনের লিংকে ক্লিক করা হলে সাইবার দুর্বৃত্তরা একটি ভুয়া জরিপের পাতায় নিয়ে যায় এবং ব্যবহারকারীর সর্বনাশ করার চেষ্টা করে। ফেসবুকে ভিডিও প্রতারণা বাড়ছে।
ফেসবুকে অনেক সময় এ ধরনের বিষয় দ্রুত ছড়াতে ‘Breaking News’ কিংবা ‘Shocking video’ প্রভৃতি কথাও ব্যবহার করা হচ্ছে। ‘মালয়েশিয়ান উড়োজাহাজটি বারমুডা ট্রায়াঙ্গলে খুঁজে পাওয়া গেছে’ কিংবা ‘৫০ জন আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে’ এ রকম সংবাদ প্রচার করে বিবিসি কিংবা সিএনএন সাইটের মতো ভুয়া লিংক ফেসবুকে দেওয়া হচ্ছে। কিছু ভুয়া ভিডিও সাইট ফেসবুকে ‘Pray for MH370’ নামের গ্রুপ শেয়ার করার জন্যও অনুরোধ করে। এ ধরনের পেজে ভুয়া ভিডিও দেখা ও শেয়ার করার জন্য বলা হয়।
তাই ইন্টারনেট প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সবাইকে এ ধরণের ভুয়া লিঙ্ক থেকে সতর্ক থাকতে আহবান জানিয়েছেন।
সূএ; .priyo.com (1302)