স্পন্সরড এলার্ম


আজ ফেসবুক ব্যবহার করতে গিয়ে এক ভাইয়ের একটা পোস্ট দেখে অবাক হলাম ফেসবুক কবে থেকে এমন হলো।আগে তো এমনটি দেখি নাই।তারপর নিজে নিজে একটু ভালো করে নেট ঘাটলাম দেখি সত্যি তাই।এখন থেকে আপনি যেকোন পেজে গেলে সেই পেজ যে ভাষারই হোক না কেন সেটি আপনার সামনে আপনার ভাষায় দেখা যাবে।তবে আপনি চাইলে এটাকে আলাদা ভাষাতে ও নিতে যেতে পারবেন।তবে আপাতত এটা টেস্ট করা হচ্ছে সব পেজের জন্য এটা চালু করা হয়নি।আমার ভাইটি নিজে ও একটা পেজের লিঙ্ক দিয়েছিলো।দেখে আসুন এখন লিভারপুলের পেজ কেমন হয়েছে।
কি কি নতুন বৈশিষ্ট্য থাকছে?
- এর মাধ্যমে আপনি যখন কোন আলাদার ভাষার পেজে যাবেন সেটি আপনার ভাষায় দেখতে পারবেন।
- প্রতিটি দেশের জন্য আলাদা পেজ তৈরি করতে পারবেন।
- পেজের লিঙ্ক আলাদা করা যাবে।
- আলাদা প্রোফাইল পিকচার দেয়া যাবে।
- তবে এর জন্য আপনাকে আলাদা লাইক করাতে হবে না আপনার বর্তমান পেজে যে লাইক থাকবে সেই লাইকই থাকবে সব পেজে।
আপাতত সব পেজের জন্য এই সার্ভিস চালু করা হয়নি এখন কিছু কিছু পেজে এই সেবা দেখা যাচ্ছে।
এটা কিভাবে করা যাবে তাও কিছু বলা হয়নি।শুধু বলা হয়েছে কিভাবে আলাদা ভাষায় পেজ টি দেখবেন।তবে আশা করি পরে বিস্তারিত জানাব।নিচে কিছু পেজের লিঙ্ক দিলাম যেসকল পেজে এই সেবা দেখা যাচ্ছে।
(1594)