স্পন্সরড এলার্ম


আমরা কম বেশী সবাই অনলাইনে উপার্জন করতে চায়। আমি আজকে আপনাদের যে সাইটের কথা আজকে বলব তা হল অনলাইন উপার্জনের একটা সাইট।
এই সাইট সম্পূর্ন নতুন একটা সাইট। জানুয়ারি মাসে বানানো। তাই পেমেন্ট গুলো পেয়ে যাবেন খুব দ্রুত। সব নতুন সাইটের একটা বৈশিষ্ট আছে আর তা হল নতুন সব কোম্পানি তাদের সুনাম বাড়ানোর জন্য প্রথম বছর টাকা পে করে। তারপর যেটা স্কাম সেটা ১ বছর পর থেকে আর পে করে না, আর যেটা ভালো বা এলিট সাইট সেটা ১ বছরের পর থেকেও পে করে যায়।
রেজিস্ট্রেশন করে নিন নিচের ব্যানারে ক্লিক করে।
আপনি এই সাইটে রেজিস্ট্রেশন করে পাবেন ৩ মাসের জন্য একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট সাথে পাবেন ২ ডলার।
উপার্জনের পদ্ধতিঃ
১। পিটিসি ( পেইড টু ক্লিক) ক্লিক করে
২। লটারি করে
৩। মাইক্রো জব করে ( যেমন একজন আপনাকে একটা কাজ দিবে, সেই লোকের কথা অনুযায়ী তার কাজটা করে দিলে আপনি টাকা পাবেন)
৪। এই সাইটে যদি আপনি প্রতিদিন একটিভ থাকেন তাহলে প্রতিদিন পাবেন ০.০৫ ডলার
৫। ইমেইল পরে টাকা ইনকাম ( খুব শীগ্রই যোগ করা হবে )
আপনার যদি কোন সমস্যা হয় তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
ইমেইলঃ fathi199959@gmail.com
স্কাইপিঃ fathi199959@gmail.com
এছাড়া কারও যদি আইফোন বা আইপাডে কোন সমস্যা হয় তাহলে আমার সঙ্গে করতে পারেন।
ফেসবুক লাইক দরকার হলে যোগাযোগ করতে পারবেন।
ভালো থাকবেন। আল্লাহ্ আপনার মঙ্গল করুন। আপনার সবাই আমার জন্য দোয়া করবেন।
সময় হলে ঘুরে আসতে পারেন আমার ফ্রী ডাউনলোড এর ব্লগেঃ এখানে
আমার ব্লগে ভিজিট করলে আমার ব্লগের অ্যাডে প্লিজ ক্লিক করবেন। আপনার একটা ক্লিক আমার জন্য উপকারের।
আপনার ব্লগকে ওয়েব সাইট এর মত ডিজাইন করতে চান? চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না। (1423)