নিজেই তৈরী করুন স্বল্প খরচে সোলার চার্জিং সিষ্টেম - টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ
Profile
তাহমিদ হাসান

মোট এলার্ম : 299 টি

তাহমিদ হাসান
দেখিতে গিয়াছি পর্বতমালা,,, দেখিতে গিয়াছি সিন্ধু,,, দেখা হয় নাই চক্ষু মেলিয়া,,, ঘর হতে শুধু দু’পা ফেলিয়া,,, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। !!!!!!!!! তাই টেকএলার্মবিডিতে এসেছি জানার জন্য।

আমার এলার্ম পাতা »

» আমার ওয়েবসাইট : http://www.graphicalarm.com

» আমার ফেসবুক : www.facebook.com/tahmid.hasan3

» আমার টুইটার পাতা : www.twitter.com/tahmid1993


স্পন্সরড এলার্ম



নিজেই তৈরী করুন স্বল্প খরচে সোলার চার্জিং সিষ্টেম
FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন
Share Button

বন্ধুরা আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমার আগের ব্লগে লিখেছিলাম কিভাবে সোলার চার্জ কন্ট্রোলার তৈরী করা যায়। আর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর এবং ছোট্ট একটি সোলার মোবাইল চার্জার। এই সার্কিতে পাওয়ার সাপ্লাই হিসেবে একটি ৫ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করবেন। কিংবা ৫ভোল্ট বা এর বেশী (সর্বোচ্চ ১২ভোল্ট) ভোল্টের যে কোন ব্যাটারী দিয়েও চার্জারটি ব্যবহার করতে পারবেন।

চলুন সার্কিট ডায়াগ্রামটি দেখে নেয়া যাক।

5W Solar Panel

LM7805 Voltage Regulator IC

10uF Capasitor

বর্ননাঃ

সার্কিটটির প্রান হিসেবে ব্যবহার করা হয়েছে ৩ পা ওয়ালা একটি ভোল্টেজ রেগুলেটর আইসি এর বৈশিষ্ট হচ্ছে। এর ইনপুটে ১২ভোল্ট থেকে ৫ভোল্ট পর্যন্ত যে কোন পরিমান ডিসি ভোল্টেজ দিতে পারবেন। আউটপুট হিসেবে ৫ভোল্ট এর রেগুলেটেড পাওয়ার। ফিল্টারিং এর জন্য এর ইনপুট এবং আউটপুট এ ১টি করে দুটি ১০মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। এর আউটপুটে আপনি যে কোন নকিয়া চিকন পিনের মোবাইল চার্জিং পিন ব্যবহার করে মোবাইল চার্জ করতে পারবেন। আর ইনপুটে একটি ১২ভোল্ট ৫ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন।

আমার বানানো চার্জারটি দেখতে যেমন হয়েছে

এবার আমার তৈরী চার্জারের ছবিটা ভালোভাবে লক্ষ করুন –

কিভাবে এরকম একটি চার্জারের বডি তৈরী করবেনঃ

বডি তৈরী করতে লাগবে

* এ্যলুমিনিয়াম এর পৌনে এক ইঞ্চি ডায়ার পাইপ এর ২.৫ইঞ্চি লম্বা একটি টুকরো (পর্দার পাইপ)

*দুটো প্লাষ্টিক ইনার ক্যাপ সংগ্রহ করুন।

*তার প্রয়োজনমত

*চার্জিং পিন

আমি চার্জারের বডি তৈরী করতে এ্যলুমিনিয়াম এর পৌনে এক ইঞ্চি ডায়ার পাইপ এর ২.৫ইঞ্চি লম্বা একটি টুকরো ব্যবহার করেছি। এধরনের পাইপ দিয়ে সাধারনত আমরা বাসা বাড়িতে পর্দা টানানোর কাজে ব্যবহার করে থাকি। এবার ষ্টিলের চেয়ার বা অন্যান্য ফার্নিচার তৈরীর দোকান থেকে দুটো প্লাষ্টিক ইনার ক্যাপ (যে ক্যাপটার বডি পাইপের ভেতরে থাকে) সংগ্রহ করুন। আর লাগবে ১-২গজ ফ্লেক্সিবল ওয়ার বা তার এবং ১টি নকিয়া চার্জারের চিকন চার্জিং পিন।

সাবধানতাঃ
সার্কিটটি তৈরী করে ইনপুট এবং আউটপুটে প্রয়োজনীয় তার সংযোগ করে ভালো মতো সার্কিটটিকে টেপ পেঁচিয়ে ইনসুলেট করে নেবেন যাতে করে পাইপের ভেতরে সার্কিটটি ঢুকিয়ে নিলে কোনভাবে পাইপের বডিতে সার্কিটের কোন অংশ লেগে না থাকে।

সার্কিটটি পাইপের ভেতর ঢুকানোর পর প্লাষ্টিকের ক্যাপ দুটোর গায়ে তার বের করার মতো প্রয়োজনীয় ছিদ্র করে তবেই ক্যাপদুটো পাইপের দুই প্রান্তে লাগিয়ে নিন। এর পর কিভাবে আউটপুটে চার্র্জিং পিনটি সংযোগ করবেন তা কানেক্টরের ছবিতে দেখবেন।

দেখে নিন চার্জিং পিন কিভাবে সংযোগ দেবেন

এর পরও যদি কেউ সার্কিটটি তৈরী করতে কোন ধরনের সমস্য হয় কিংবা আরো কিছু বুঝার থাকে তাহলে মেইল করতে পারেন maxtanim@gmail.com (4570)

Share Button
  

FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন

এলার্ম বিভাগঃ বিজ্ঞান ও প্রযুক্তি

এলার্ম ট্যাগ সমূহঃ > > >

Ads by Techalarm tAds

এলার্মেন্ট করুন

You must be Logged in to post comment.

© টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ | সর্বসত্ত্ব সংরক্ষিত

জেগে উঠো প্রযুক্তি ডাকছে হাতছানি দিয়ে!!!


Facebook Icon