স্পন্সরড এলার্ম



নাসা জানিয়েছে এযাবতকালের সবচেয়ে শক্তিশালী মহাশূন্য টেলিস্কোপের জন্য বিভিন্ন অংশগুলো তৈরি করা শেষ হয়েছে। আর কিছুদিনের মাঝেই এগুলোকে একত্রিত করে তৈরি করা হবে সবচেয়ে বড় ও শক্তিশালী এ টেলিস্কোপ। ৮.৮ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মাণের অপেক্ষায় থাকা এ টেলিস্কোপের নাম James Webb Space Telescope। বিজ্ঞানীরা আশা করছেন ২০১৮ সালে এটাকে উৎক্ষেপণ করা সম্ভব হবে। এর কাজ হবে মহাশূন্যের অনেক দূরবর্তী গ্রহ ও গ্যালাক্সিগুলোর সৃষ্টি প্রক্রিয়া অনুসন্ধান করা।
১৯৯০ সালে উৎক্ষেপণ করা হাবল স্পেস টেলিস্কোপের উত্তরসূরি হতে যাচ্ছে নতুন এ টেলিস্কোপ। আর এটা তৈরিতে একসাথে কাজ করছে নাসা, ইউরোপীয় ও কানাডীয় মহাশূন্য সংস্থা। ইতোমধ্যেই এ টেলিস্কোপের ১৮ টি প্রাথমিক আয়না ও চারটি বৈজ্ঞানিক যন্ত্র ম্যারিল্যান্ডে নাসা’র গডডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে এনে রাখা হয়েছে। প্রাথমিকভাবে এটা তৈরির জন্য বাজেট নির্ধারিত ছিল ৩.৩ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৩র শুরুর দিকেই এর বিভিন্ন অংশের নির্মাণ কাজ শেষ হয়ে গেলেও বিভিন্ন কারণে এর অগ্রগতি বিলম্বিত হচ্ছিল।
(1477)