স্পন্সরড এলার্ম



উইপোকা আমাদের জন্য বেশ বিরক্তিকর একটা পোকা। অথচ এর যে আছে বেশ অদ্ভুত কিছু বৈশিষ্ট্য তা আমাদের জানাই নেই। উইপোকার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এরা নিজের চাইতে বহুগুণে বড় আকৃতির বাড়ি তৈরি করতে পারে, আর এর জন্য তাদের প্রয়োজন হয় না তেমন নির্দেশনা। তারা কাজ করার জন্য কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা চায় না, দাবি করে না কোনো খুঁটিনাটি তথ্য। এদের এমন সব বৈশিষ্ট্যকে কাজে লাগিয়েই এখন মঙ্গলগ্রহে মানুষের বসতি তৈরির চিন্তাভাবনা করা হচ্ছে।
মঙ্গলগ্রহে মানব বসতি স্থাপন করা হতে পারে মোটামুটি ২০৩০ সালের মাঝে। আর সেসব মানুষের জন্য তো কিছু পরিমাণে ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা তৈরি করতেই হবে। মানুষের ঘরবাড়ি তৈরির জন্য “টার্মেস” নামের এসব রোবট তৈরি করা হয়েছে। এসব রোবটকে দেওয়া হয় সেই স্থাপনা তৈরির একটি মাস্টার প্ল্যান এবং তারা নিজেরাই বাকিটা করতে থাকে। আগে থেকে কোনো পরিকল্পনা ঠিক না করা থাকলেও তারা পরিবেশ বুঝে তৈরি করে ফেলতে পারে অসাধারণ কার্যকরী স্থাপনা। এর আরও একটি উপকারি দিক আছে। প্রকৌশলবিদ্যায় তেমন জ্ঞান না থাকলেও একজন মানুষ যদি তার মনের মতো করে একটা বাড়ি তৈরির নির্দেশনা দেন এই টার্মেসদেরকে, তার পরেও তারা এই বাড়ি তৈরি করে ফেলতে পারবে।
বর্তমানে এসব টার্মেস রোবট মোটামুটি ফুটবলের চাইতে কিছুটা বড় আকৃতির এবং তারা শুধু পরীক্ষামূলকভাবে ফোমের ইট দিয়ে তৈরি করতে পারছে টাওয়ার এবং ব্রিজের মতো স্থাপনা। কিন্তু এই প্রযুক্তি বাস্তবায়ন হলে শীঘ্রই আমরা মঙ্গলে ঘরবাড়ি তৈরি হয়ে যেতে দেখতে পারি
priyo.com (1067)