স্পন্সরড এলার্ম



প্রতিদিন লেবুর খাওয়ার পর খোসাগুলো কি করেন? নিশ্চয়ই ফেলে দেন? প্রতিদিনের ব্যবহৃত লেবুর ফেলনা খোসার আছে কিছু অসাধারণ ব্যবহার যা জানলে প্রতিদিনের খোসা গুলো না ফেলে আপনি নিজেই অনেক কাজে লাগিয়ে ফেলতে পারবেন এগুলোকে। আসুন জেনে নেয়া যাক ফেলনা লেবুর খোসার ৬টি অসাধারণ ব্যবহার সম্পর্কে।

বেসিন ও বাথটাব পরিষ্কার
বেসিন কিংবা বাথটাবে বেকিং সোডা ছড়িয়ে দিন। এবার লেবুর খোসা দিয়ে পুরো বেসিন/ বাথটাবটি ঘষে নিন ভালো করে। পরিষ্কার ও ঝকঝকে হয়ে যাবে আপনার বেসিনটি।
থালা-বাসন পরিষ্কার
সিরামিকের কিংবা কাঁচের থালা-বাসন পরিষ্কার করার সময় লেবুর খোসা ঘষে পরিষ্কার করুন। থালা-বাসনের দাগ ও ময়লা উঠে যাবে এবং ঝকঝক করবে।
হাতের গন্ধ দূর করা
পেয়াজ কিংবা রসুন কাটার পর হাত গন্ধ হয়ে যায়। হাত গন্ধ হয়ে গেলে লেবুর খোসা দিয়ে হাত কচলে নিন কিছুক্ষন। হাতের গন্ধ দূর হয়ে যাবে।
ত্বকের যত্ন
লেবুর খোসা ত্বকের যত্নেও অতুলনীয়। লেবুর খোসায় অল্প মধু নিয়ে পুরো মুখে ভালো করে ঘষে নিন। হাত ও পায়েও ঘষে নিতে পারেন। নিয়মিত ব্যবহার ত্বক উজ্জ্বল ও দাগ মুক্ত হবে।

দাঁত সাদা করে
এক টুকরো লেবুর খোসা নিয়ে এর ভেতরের অংশ দিয়ে ২ মিনিট দাঁত ঘষুন। এরপর কুলি করে ফেলুন। তাৎক্ষনিক ফলাফল দেখতে পাবেন।
কাপড় থেকে ঘামের দাগ তোলে
অনেক সময় জামা কাপড়ে ঘামের দাগ পড়ে যায়। বিশেষ করে বগলের কাছে বিচ্ছিরী ঘামের দাগে জামা কাপড় নষ্ট হয়ে যায়। এই দাগ উঠাতে একটি অর্ধেক রস বের করে নেয়া লেবু ঘামের দাগে ঘষে নিন। এরপর দাগের উপর বেকিং সোডা ছিটিয়ে সারা রাত রেখে দিন। সকালে ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। ঘামের দাগ উধাও হয়ে যাবে।
(1599)