স্পন্সরড এলার্ম



কথায় বলে, একটি ছবি দিয়ে যা প্রকাশ করা যায়, শত পৃষ্ঠা লিখেও তা প্রকাশ করা যায় না। একটি সুন্দর ও হৃদয়স্পর্শী ছবি কখনো আমাদের হাসায়, কাঁদায় কিংবা হতবাক করে। ছবিতে আলোর প্রক্ষেপণ বেশ গুরত্বপূর্ণ একটি বিষয়। আলো-আঁধারির খেলায় তোলা সেরকমই কিছু অসাধারণ সুন্দর ফোটোগ্রাফ নিয়ে আমাদের আজকের এ ফটো ফিচার।
(১)বিষণ্ণ বালিকা একা। photo credit Slavina Bahchevanova
(২)ছবিটি যেন ভিন্ন গ্রহের কোন জায়গার! যেনো কোনো স্বপ্নপুরীর। Photo Credit: Zack Schnepf

(৩) সুন্দর হাসিখুশি শৈশব। Photo Credit: Sassy Chris

(৪) সকালের প্রথম আলোয় এক নিঃসংগ শামুক। Photo Credit: Mateus88

(৫) সূর্যের আলো ছড়িয়ে গিয়েছে তার চুলে! Photo Credit: Makayla Rogers

(৬) প্রচ্ছদের বাবুটাকে কে বকা দিয়েছে? নাকি সে গভীর চিন্তায় মগ্ন? Photo Credit: Josh Soskin

(৭) মুক্তির আনন্দ! ওড়ার আনন্দ! Photo Credit: Karthik M

(৮) মাঝি বাইয়া যাও রে… Photo Credit: Cristina Ramos

(৯) বনের পথে একা… Photo Credit: Recordcx

১০) লাইফ ইজ বিউটিফুল! Photo Credit: Dale

(1398)