স্পন্সরড এলার্ম



পৃথিবীতে প্রায় ৮.৬ মিলিয়নের মত রোবট রয়েছে। কিছু রোবট ছোট আবার কিছু রোবট বড়। এই সব রোবট ব্যবহৃত হচ্ছে নানা রকম শিল্প প্রযুক্তিতে। দিন দিন বেড়েই চলেছে রোবটের ব্যবহার। বড় শপিং মল থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত রোবটের ব্যবহার দেখা যায়। সেই দিন আর বেশি দূরে নেই যেদিন যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হবে রোবট।
এই সব রোবটের প্রাণ শক্তি হচ্ছে সৌরশক্তি, ব্যাটারি অথবা বিদ্যুৎ। কিন্তু এসব বেশ ব্যয়বহুল। রয়েছে অনেক সীমাবদ্ধতাও। এসব কারনে অনেক তৈরি রোবটও চালাতে পারছেন না বিজ্ঞানীরা।
এই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছেন বিজ্ঞানী Peter Walters। Peter Walters এবং তার বন্ধুদের প্রচেষ্টা রূপ নিয়েছে বিশাল সাফল্যে। University of Bristol এর এই বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এমন এক রোবট যা কিনা চলবে মানুষের মূত্র দিয়ে।
বিজ্ঞানীরা রোবটের একটি কৃত্রিম হৃদপিণ্ড আবিষ্কার করেছেন যা মানুষের মূত্রকে বিদ্যুতে রূপান্তরিত করবে এবং microbial power station এ সেই বিদ্যুৎ পৌঁছে দেবে। ফলে রোবট সক্রিয় হয়ে উঠবে এবং নড়াচড়া করতে শুরু করবে। বিজ্ঞানীরা এই রোবটের নাম দেন EcoBot । অন্যান্য রোবটের মত এই রোবট সব ধরণের কাজ করতে পারবে।
বিজ্ঞানী Peter Walters এর মতে এটিই একমাত্র রোবট যা মানুষের মূত্র দিয়ে চলবে। EcoBot নামের এই রোবট নিয়ে তিনি বেশ আশাবাদী। এ ধরণের আবিষ্কারে তিনি বেশ আনন্দিত এবং অভিভূতও। পরিবেশ দূষণকারী মানুষের মূত্র যদি এইভাবে রূপান্তরিত হয়ে পূনরায় ব্যবহৃত হয় তবে পরিবেশ দূষণও অনেকখানি কমবে বলে তার ধারণা।
সূএ:priyo.com
(1548)