স্পন্সরড এলার্ম


ঢাকার বিসিএস কম্পিউটার সিটিতে নতুন পণ্য, মূল্যছাড় আর উপহার নিয়ে চলছে কম্পিউটার মেলা ‘সিটিআইটি মেলা ২০১৪’। গত বৃহস্পতি ও শুক্রবার দুই দিনই মেলায় ছিল দর্শকদের ভিড়। মেলা ঘুরে দেখা যায়, বেশির ভাগ তরুণের আগ্রহ ল্যাপটপের দিকে। উত্তরার ইশরাত জাহান বলেন, ‘মেলা উপলক্ষেই এখানে আসা। ল্যাপটপের সঙ্গে উপহার পাওয়া যাচ্ছে, তাই দেখেশুনে একটা কিনে নেব।’ এদিকে একাধিক বিক্রেতা জানান, ল্যাপটপের বিক্রি বেশি হচ্ছে।
মেলার দ্বিতীয় দিন বৃহস্পতিবার থেকে গিগাবাইটের সৌজন্যে শুরু হয়েছে গেম প্রতিযোগিতা। এতে নিড ফর স্পিড, ফিফা ১৪, কাউন্টার স্ট্রাইক ও কল অব ডিউটি গেমে প্রায় ৭০০ গেমার অংশ নিচ্ছেন। এ ছাড়া মেলায় এইচপি, বিকাশ এবং অ্যাভিরা বিভিন্ন ধরনের কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে।
বাইনারি লজিক ইন্টেলের নতুন প্রযুক্তির কোর আই৩ সেলেরনভিত্তিক ছোট কম্পিউটার এনইউসি নিয়ে এসেছে। ৪ x ৪ ইঞ্চির আকৃতির এই যন্ত্রের দাম ৪২ হাজার টাকা। আবার সেলেরন প্রসেসরসহ এই কম্পিউটারের দাম ২৫ হাজার টাকা। সিটিআইটি মেলায় প্রতিদিনই তারকাদের নিয়ে আয়োজন থাকে বিকেলে। বৃহস্পতিবার এসেছিলেন অভিনয়শিল্পী হাসান মাসুদ ও সংবাদ পাঠক শামসুদ্দিন হায়দার। শুক্রবার অংশ নেন অভিনয়শিল্পী কচি খন্দকার ও এনটিভির প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার। মেলায় শৌখিন আলোকচিত্রীদের জন্য স্যামসাং প্রতিযোগিতার আয়োজন করেছে। ছবির বিষয় উন্মুক্ত। ১০ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থীরা গ্রুপ-এ এবং ২৫ বছরের বেশি বয়সীরা বি গ্রুপে অংশ নিতে পারবেন। ছবি জমা দেওয়ার শেষ সময় আজ শনিবার বিকেল পাঁচটা। মেলায় আসুসের আসুসের যন্ত্র দিয়ে তৈরি করা হয়েছে ওয়াই-ফাই জোন। এখানে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
মেলায় প্রবেশ টিকিটের দাম ১০ টাকা। সাপ্তাহিক ছুটি থাকলেও কাল রোববার মেলার কারণে কম্পিউটার সিটি খোলা থাকবে। এ মেলা ৮ মার্চ পর্যন্ত মেলা চলবে।
সূএ:prothom-alo (753)