স্পন্সরড এলার্ম



অক্সিজেন হয়তো আমাদের এ পৃথিবী নামক গ্রহের জলবায়ুর মূল উপাদান নয়। তবে পৃথিবীর বুকে প্রাণীর অস্তিত্ব রক্ষায় এর গুরত্ব অপরিসীম। পানি, খাবার ও অক্সিজেন বাদে কোনো প্রাণীই বেঁচে থাকতে পারে না। তবে অক্সিজেনের গুরত্ব বাকি দুটির চেয়ে অনেক বেশি। আচ্ছা ভাবুন তো, কী হতে পারে যদি আমাদের পৃথিবী ৫ সেকেন্ডের জন্য অক্সিজেনবিহীন হয়ে যায়?

(১) সমুদ্র সৈকতে যারা রৌদ্রস্নানে থাকবেন, তাদের দেহের ত্বক মূহূর্তের মাঝে সূর্যের আলোতে পুড়ে যাবে। কারণ বাতাসে থাকা অক্সিজেন অণু সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদের ত্বককে রক্ষা করে।
(২) দিনের আকাশ পুরোপুরিভাবে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। আবহাওয়ামন্ডলে আলোক বিচ্ছুরণকারী যে ক্ষুদ্র বস্তুকণাগুলোর কারণে আকাশ দেখতে নীল দেখায়, সেগুলোর সংখ্যা হ্রাস পাবে।
(৩) সারা পৃথিবী জুড়ে যত অপরিশোধিত ধাতব পদার্থ থাকবে, তারা নিজ থেকে একে অন্যের সাথে যুক্ত হয়ে যাবে। শুধুমাত্র অক্সিজেন সমৃদ্ধ বাতাসের স্তরই পারে ধাতব পদার্থের এ স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাওয়া ঠেকাতে।
(৪) পৃথিবী পৃষ্ঠ টুকরো টুকরো হয়ে যেতে শুরু করবে। কারণ ভূত্বকের বিভিন্ন উপাদানের মাঝে ৪৫ ভাগ হচ্ছে অক্সিজেন।
(৫) অক্সিজেন না থাকাতে বায়ুর চাপ ২১ ভাগ হ্রাস পাবে। আর এর ফলে সব প্রাণীর অন্তকর্ণ বা কানের ভেতরের অংশ বিস্ফোরিত হবে!

(৬) কংক্রিটের তৈরি প্রতিটি ভবন বিধ্বস্ত হবে। কারণ কংক্রিটের কণাগুলোকে একটির সাথে আরেকটিকে যুক্ত রাখার মতো অক্সিজেন বাতাসে থাকবে না।
(৭) পানির তিন ভাগের এক ভাগ হচ্ছে অক্সিজেন। অক্সিজেন ছাড়া পানিতে থাকা হাইড্রোজেন গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হবে ও এর আয়তন বেড়ে যাবে। এর ফলে পৃথিবীর সাগর-মহাসাগরসহ সব জলাশয় বাষ্পীভূত হয়ে মহাশূন্যে বিলীন হয়ে যাবে।
(৮) অক্সিজেন বিহীন পরিবেশে হাইড্রোজেনও বায়ুমণ্ডলে ট্রোপস্ফিয়ারে ভেসে চলে যাবে ও এক সময়ে মহাশূন্যে হারিয়ে যাবে।
(৯) ফলে পৃথিবী নামক এ গ্রহ পরিণত হবে এক মৃত্যুপুরীতে।
(১০) আসুন পরিবেশ রক্ষায় সচেতন হই, গাছ লাগাই।
(1086)