স্পন্সরড এলার্ম


আগামী কয়েক বছরের মধ্যে তার দিয়ে আর মোবাইল ফোন চার্জ দিতে হবে না। ভাবছেন কিভাবে? কারণ তারবিহীন বিদ্যুৎ দিয়েই এই কাজগুলো করা যাবে। এমন দাবি করেই WiTricity নামের একটি প্রতিষ্ঠানের প্রধান প্রযুক্তিবিদ ড. কেটি হলের। তিনি সিএনএন কে বলেছেন, “আমরা কোনো তার ছাড়াই বিদ্যুৎপ্রবাহের ব্যবস্থা করতে যাচ্ছি। এই ব্যবস্থাটি করা গেলে আমাদের জীবনযাত্রা একবারেই বদলে যাবে।”
যে ব্যবস্থাটি পেলে আমাদের জীবনযাত্রাই বদলে যাবে, সেটি উদ্ভাবন হয়েছে কিন্তু বেশ মজাদার এক ঘটনার মধ্য দিয়ে। কিভাবে জানতে চান? ওয়াইট্রিসিটির প্রধান কর্মকর্তা এরিক জিলার সম্প্রতি একটি টকশো-তে এই প্রযুক্তি দর্শকদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, “এটা এসেছে একজন শিক্ষকের মাথা থেকে। এক রাতে তার স্ত্রীর মোবাইল ফোনের চার্জ চলে যাওয়ার শব্দে তার তিনবার ঘুম ভেঙে যায়। তিনি তখন ভাবলেন তাদের দেয়ালের ভেতর এতো বিদ্যুৎ থাকতে কেন এই সমস্যায় পড়তে হবে? বিদ্যুৎকে কী সরাসরি দেয়াল থেকেই কেন ফোনের ব্যাটারিতে নিয়ে আসা যায় না?” ব্যাস, আর কী! এভাবেই তিনি বের করলেন এই নতুন উপায়টি!
তারপরেই এমআইটির একটি বিজ্ঞানীর দল দুটি স্থানে দুটি বিশেষ কয়েল বসিয়ে কোনো ধরনের তার ছাড়াই বিদ্যুৎপ্রবাহ ঘটাতে সক্ষম হন। এরপর বিষয়টি প্রথমবার সবার সামনে তুলে আনা হয় ২০০৭ সালে। এরপরেই গঠিত হয় ওয়াইট্রিসিটি নামের প্রতিষ্ঠানটি। প্রযুক্তিটি সম্পর্কে ওয়াইট্রিসিটি জানিয়েছে যে এই প্রযুক্তি দিয়ে গাড়ির ব্যাটারি, এলইডি লাইট ও মোবাইল ফোন সবই চার্জ করা সম্ভব।
(1172)