স্পন্সরড এলার্ম



(প্রিয়.কম) এই যে মস্তিষ্কটা, আপনার সকল জীবন যার উপরে নির্ভরশীল। এই মস্তিষ্কটা সম্পর্কে কতটুকুই বা জানেন আপনি? বেশিরভাগ মানুষই নিজের মস্তিষ্ক সম্পর্কে খুব বেশি জ্ঞান রাখেন না। আসুন, আজ জানা যাক মস্তিষ্ক সম্পর্কে এমন ১০টি চমকপ্রদ তথ্য যা আপনি জানতেন না আগে!
১.প্রতিটি প্রাপ্তবয়ষ্ক মানুষের মস্তিষ্কের ওজন আনুমানিকভাবে ৩ পাউন্ড।
২.প্রতিটি মানুষের মস্তিষ্কে ৭৫ শতাংশই পানি।
৩.প্রতিটি নতুন জন্মগ্রহণ করা শিশুর মস্তিষ্কের ওজন গড়ে ৩৫০-৪০০ গ্রাম।
৪.সাম্প্রতিক এক গবেষণায় জানা যায় প্রতিটি মানুষের মস্তিষ্ক গড়ে ৮৬ বিলিয়ন নিউরন দিয়ে তৈরি।
৫.এছাড়া মস্তিষ্কে নিউরন থাকে ১০ শতাংশ এবং ৯০ শতাংশই রয়েছে গ্লিয়াল কোষ। মস্তিষ্কে গ্লিয়াল কোষ মোটামুটিভাবে নিউরনগুলোকে একসাথে আঠার মত লাগিয়ে রাখতে সহায়তা করে। এছাড়াও এটি বাড়তি নিউরোট্রান্সমিটার পরিশোধনে এবং সাইন্যাপটিক বৃদ্ধিতে সহায়তা করে থাকে।
৬.মস্তিষ্ক নিউরনের সাথে জীবনের সম্পর্ক তৈরি করে থাকে। আগে মনে করা হত যে মস্তিষ্ক মোটামুটিভাবেই ছোটবেলাতেই প্রতিস্থাপিত হয়ে থাকে। কিন্তু বিজ্ঞানীরা এই ভ্রান্ত ধারণার পরিবর্তন করেন। তারা বলেন যে মস্তিষ্ক সবসময় পরিবর্তনশীল এবং কখনই এটি এর পরিবর্তন হওয়া বন্ধ করে দেয় না।
৭.ছোট ছোট ছেলেমেয়ে এবং প্রাপ্তবয়স্করা অর্থাৎ ১-৪৪ বছরের যেকোনো ব্যক্তি যদি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন তবে এ থেকে বড় ধরনের অক্ষমতা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
৮.যেকোনো ধরনের আঘাত যেমন মোটর সাইকেল থেকে পড়ে যাওয়া, বিপর্যয় বা যেকোনো মানসিক নিপীড়ন মস্তিষ্কে বড় ধরনের আঘাত আনতে পারে।
৯.বিগত ৫০০০ বছর থেকে মানুষের মস্তিষ্কের আকারে ৯ কিউবিক ইঞ্চি পর্যন্ত ছোট হয়ে এসেছে।
১০.স্বাভাবিকভাবে মস্তিষ্ক পরিচালনায় পর্যাপ্ত পরিমাণে শক্তির প্রয়োজন। যদিও এটা শরীরের ওজন থেকে শতকরা ২ শতাংশ ব্যবহার করে থাকে তবুও মস্তিষ্ক পরিচালনার জন্য শরীরের ২০ শতাংশ অক্সিজেন এবং ২৫ শতাংশ গ্লুকোজের প্রয়োজন হয়।
(971)