যেসব নগরীর নামকরণের পেছনে রয়েছে প্রাচীন সব কল্পকাহিনী - টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ
Profile
ইয়াসমিন রাইসা

মোট এলার্ম : 236 টি


আমার এলার্ম পাতা »

» আমার ওয়েবসাইট :

» আমার ফেসবুক :

» আমার টুইটার পাতা :


স্পন্সরড এলার্ম



যেসব নগরীর নামকরণের পেছনে রয়েছে প্রাচীন সব কল্পকাহিনী
FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন
Share Button

  একটি জায়গা বা স্থানের নাম, সে জায়গাটির কোনো একটি বিশেষত্বের কারণে গড়ে ওঠে। প্রথমত সেই বিশেষত্বটির মাধ্যমে জায়গাটি পরিচিত হয় এবং পরবর্তীতে সেই বিশেষত্বের নামেই জায়গাটির নামকরণ হয়। এমনই কতগুলো নগরী বা শহরের নাম জেনে নিন যার নামকরণের পেছনে রয়েছে মজার সব কাহিনী।

৬. ফিলিপাইনের কিউবাউ শহর :

সারাবিশ্বের মাঝে ক্যাথলিক সম্প্রদায়ের জন্য বিখ্যাত একটি দেশ হল ফিলিপাইন। এই দেশটির সাথে জড়িয়ে আছে বহু অতিপ্রাকৃতিক এবং রহস্যমন্ডিত সব গল্প। মেট্রো ম্যানিলাতে অবস্থিত এটি একটি বৌদ্ধ সম্প্রদায়ভুক্ত শহর। কিউবাউ এর পেছনেও রয়েছে এমন সব রহস্যময় গল্প। শোনা যায় বহু বছর আগে এই এলাকাটি ছিলো বিশাল খোলা মাঠ আর মাঠটি ছিলো জঙ্গলে পরিপূর্ণ। কথিত আছে সেখানে শুধু উদ্ভিদকুল আর প্রাণীকুলই না আরও ছিল বিভিন্ন ভূতপ্রেত। এসব ভূত দেখে গ্রামবাসীরা চিৎকার করে বলে উঠত শঁনধ ড়’ অর্থাৎ দেখো একটা কুঁজো ভূত। আর সেই থেকেই শহরটির নাম কিউবাউ হয়েছে।

৭. জাপানের টয়োটা :

পৌরানিক বিখ্যাত মানুষ, স্থানীয় ভূখন্ড বৈশিষ্ট্য এবং ঐতিহাসিক বিভিন্ন কারণে একটি স্থানের নামকরণ হয়ে থাকে। তবে কোনো কোম্পানির নামে স্থানের নামকরণ এর নজির খুব কমই রয়েছে পৃথিবীতে। এমনই একটি নামকরণ হয়েছে কানসাসের টোপেকা অঞ্চলের। অঞ্চলটির নামকরণ করা হয় ২০১০ সালে শহরের ফাইবার অপটিক্যাল প্রযুক্তির একটি কোম্পানীর নামে।

করোমো এককালে জাপানের একটি কৃষিজীবি অঞ্চল হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে ১৮০০ সালের দিকে শিল্প বিকাশে ক্রমশ অঞ্চলটি একটি শিল্প এলাকায় পরিণত হয়। একসময় খুব ছড়িয়ে পড়ে টয়োটা অটোমেটিক লুম ওয়ার্কস লিমিটেড কোম্পানির নাম ডাক। আর এ থেকেই আস্তে আস্তে শহরটির নামকরণ হয়ে যায় টয়োটা।

(2020)

Share Button
  

FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন

এলার্ম বিভাগঃ বিশ্ব সভ্যতা ও ইতিহাস

এলার্ম ট্যাগ সমূহঃ > >

Ads by Techalarm tAds

এলার্মেন্ট করুন

You must be Logged in to post comment.

© টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ | সর্বসত্ত্ব সংরক্ষিত

জেগে উঠো প্রযুক্তি ডাকছে হাতছানি দিয়ে!!!


Facebook Icon