একই স্মার্টফোনে চলবে উইন্ডোজ ফোন ও এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম - টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ
Profile
শাওন রহমান

মোট এলার্ম : 112 টি

শাওন রহমান

আমার এলার্ম পাতা »

» আমার ওয়েবসাইট :

» আমার ফেসবুক : http://facebook.com/shawon.rahman121

» আমার টুইটার পাতা : https://twitter.com/shawon_786


স্পন্সরড এলার্ম



একই স্মার্টফোনে চলবে উইন্ডোজ ফোন ও এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম
FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন
Share Button

একই কম্পিউটারে একাধিক অপারেটিং সিস্টেম চালানোর বিষয়টি এখন অনেক পুরাতন একটি ব্যাপার। কিছুদিন আগে ট্যাবলেট ডিভাইসেও ডুয়াল বুটে এন্ড্রয়েড ও উইন্ডোজ চালানোর ধারা শুরু হয়েছে। তাহলে স্মার্টফোনই বা কেন পিছিয়ে থাকবে? এন্ড্রয়েড ও উইন্ডোজ ফোনের যুগে ডুয়াল ওএস মোবাইল আসাটা স্বাভাবিক। আর এই কাজটিই সহজ করতে যাচ্ছে মাইক্রোসফট।

টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, সম্প্রতি ভারতীয় মোবাইল নির্মাতা কোম্পানি ‘কার্বন’ ও উইন্ডোজ ডেভলপার মাইক্রোসফট একটি চুক্তি করেছে যার ফলে আগামী কয়েক (প্রত্যাশিত সময় ৩ মাস) মাসের মধ্যেই উইন্ডোজ ফোন ওএস এবং এন্ড্রয়েড যুক্ত ডুয়াল অপারেটিং সিস্টেমের স্মার্টফোন বাজারে আসবে।

অবশ্য, একই মোবাইলে এন্ড্রয়েড ও উইন্ডোজ চালানোর ধারণা এটাই প্রথম নয়। গত বছর এইচটিসিও এরকম ডিভাইস তৈরি করছে বলে খবর প্রকাশিত হয়েছিল। এখন মাইক্রোসফট নিজেই এ ব্যাপারে এগিয়ে আসছে।

গত মাসে মাইক্রোসফটের মোবাইল পার্টনার (শীঘ্রই সাব-ডিভিশন হবে) নকিয়াও এন্ড্রয়েড চালিত তিনটি মোবাইল ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। নকিয়া এক্স নামের এসব হ্যান্ডসেট এন্ড্রয়েডের ফর্কড ভার্সন ব্যবহার করবে। নকিয়া এক্স স্মার্টফোনে অফিসিয়ালভাবে গুগল সার্ভিস অ্যাপস না চললেও হালকা একটু হ্যাকিং ট্রিকের মাধ্যমে সহজেই গুগল প্লে সহ অন্যান্য গুগল অ্যাপ চালানো যাবে।

একই স্মার্টফোনে চলবে উইন্ডোজ ফোন ও এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম!

একই কম্পিউটারে একাধিক অপারেটিং সিস্টেম চালানোর বিষয়টি এখন অনেক পুরাতন একটি ব্যাপার। কিছুদিন আগে ট্যাবলেট ডিভাইসেও ডুয়াল বুটে এন্ড্রয়েড ও উইন্ডোজ চালানোর ধারা শুরু হয়েছে। তাহলে স্মার্টফোনই বা কেন পিছিয়ে থাকবে? এন্ড্রয়েড ও উইন্ডোজ ফোনের যুগে ডুয়াল ওএস মোবাইল আসাটা স্বাভাবিক। আর এই কাজটিই সহজ করতে যাচ্ছে মাইক্রোসফট।

টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, সম্প্রতি ভারতীয় মোবাইল নির্মাতা কোম্পানি ‘কার্বন’ ও উইন্ডোজ ডেভলপার মাইক্রোসফট একটি চুক্তি করেছে যার ফলে আগামী কয়েক (প্রত্যাশিত সময় ৩ মাস) মাসের মধ্যেই উইন্ডোজ ফোন ওএস এবং এন্ড্রয়েড যুক্ত ডুয়াল অপারেটিং সিস্টেমের স্মার্টফোন বাজারে আসবে।

অবশ্য, একই মোবাইলে এন্ড্রয়েড ও উইন্ডোজ চালানোর ধারণা এটাই প্রথম নয়। গত বছর এইচটিসিও এরকম ডিভাইস তৈরি করছে বলে খবর প্রকাশিত হয়েছিল। এখন মাইক্রোসফট নিজেই এ ব্যাপারে এগিয়ে আসছে।

গত মাসে মাইক্রোসফটের মোবাইল পার্টনার (শীঘ্রই সাব-ডিভিশন হবে) নকিয়াও এন্ড্রয়েড চালিত তিনটি মোবাইল ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। নকিয়া এক্স নামের এসব হ্যান্ডসেট এন্ড্রয়েডের ফর্কড ভার্সন ব্যবহার করবে। নকিয়া এক্স স্মার্টফোনে অফিসিয়ালভাবে গুগল সার্ভিস অ্যাপস না চললেও হালকা একটু হ্যাকিং ট্রিকের মাধ্যমে সহজেই গুগল প্লে সহ অন্যান্য গুগল অ্যাপ চালানো যাবে।

  (1890)

Share Button
  

FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন

এলার্ম বিভাগঃ মাইক্রোসফট

এলার্ম ট্যাগ সমূহঃ > >

Ads by Techalarm tAds

এলার্মেন্ট করুন

You must be Logged in to post comment.

© টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ | সর্বসত্ত্ব সংরক্ষিত

জেগে উঠো প্রযুক্তি ডাকছে হাতছানি দিয়ে!!!


Facebook Icon