স্পন্সরড এলার্ম


আসসালামুয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভাল! আমিও আল্লাহ্র রহমতে ভাল আছি । চলছে পবিত্র রমযান মাস, অনেকেই জানেন না কেন রোজা ভঙ্গ হয় এবং কেন ভঙ্গ হয়না । তাদের জন্যই আজকের এই এলার্ম । আশা করি আপনাদের উপকারে আসবে ।
চলুন দেখি কেন রোজা ভঙ্গ হয়ঃ
- রাত্রি সন্দেহ করিয়া সুবহে সাদিকের পর সেহরি খাইলে ।
- রমজান মাস ব্যপি একবারও রোজার নিয়ত না করিলে ।
- ইচ্ছাকৃত বমি করিলে ।
- সন্ধা হইয়াছে এমন ভাবিয়া সূর্যাস্তের পূর্বে ইফতার করিলে ।
- কুলি করার সময় হঠাৎ পানি গলার ভিতর প্রবেশ করিলে ।
- রোজা থাকা অবস্থায় সিঙ্গা লাগাইয়া রোজা ভঙ্গ হইয়াছে করতঃ পানাহার করিলে ।
- বুট বা ডাল পরিমাণ কোন বস্ত দাঁতের মধ্যে হইতে বাহির করিয়া তা গিলে ফেলিলে, অথবা সরিষা পরিমাণ কোন বস্ত গিলে ফেলিলে ।
- ঘুমের মধ্যে কেহ কোন কিছু পান করাইলে এবং রোজা ভঙ্গ হইছে ইহা ভাবিয়া পুনঃরায় কোন কিছু পান করিলে ।
- রোজাবস্থায় স্বামী-স্ত্রীর যৌন মিলনে ।
- মুখ ভরে বমি করা এবং তা পুনঃরায় গিলে ফেল্লে ।
- ঘুমন্ত অবস্থায় সহবাসে বীর্য বাহির হইলে ।
- খাহেশের সহিত স্ত্রীকে চুম্বন করিলে ।
- ধূমপান করা, লোবান বা আগরবাতির ধোঁয়া গ্রহন করিলে ।
- নশ্য টানা, কানে তৈল বা ঔষধ ঢালা, পায়খানার জন্য ডুস লওয়া ।
যে সকল কারণে রোজা ভঙ্গ হয় নাঃ
- ভুল করে কোন কিছু খেয়ে ফেল্লে ।
- অনিচ্ছাকৃত গলা বা নাকে ধুলা-বালি, মশা-মাছি, ধূয়া ও পানি কানে প্রবেশ করলে ।
- অনিচ্ছাকৃত বমি হলে, চুখে ঔষধ ও সুরমা ব্যবহার করলে ।
- মুখের থু-থু গিলে ফেল্লে ।
- তৈল ব্যবহার করলে ।
- স্বপ্নদোষ হলে ।
- মেছওয়াক করলে ।
- রাতে স্ত্রী সহবাস করে সুবহে সাদিকের পর গোসল করলে অর্থাৎ সেহরি খাবার পূর্বে গোসল করতে হবে ।
আজ এই পর্যন্তই, আল্লাহ্ হাফেজ । (1344)