স্পন্সরড এলার্ম


বর্তমান এই স্মার্টফোনের দুনিয়ায় সময় দেখার জন্য হাতঘড়ির ব্যবহার তেমন একটা চোখে পড়ার মত নয়। কিছু লোক নিজেদের স্মার্টনেস বাড়ানোর একটি মাধ্যম হিসেবে হাতঘড়ি ব্যবহার করে। বেশীর ভাগ লোক মুঠোফোন থাকতে সময় দেখার জন্য হাতঘড়ির তেমন কোন প্রয়োজন বোধ করে না। কিন্তু হাতঘড়ি যদি সময়ের পাশাপাশি কিছু ভাল লাগা উপহার দিতো তাহলে কেমন হতো?
আসুন জেনে নিই তেমনী একটি স্মার্টওয়াচের কিছু গোপন কথা।
স্মার্টওয়াচ টি অ্যালকাটেল ওয়ানটাচ গ্লোবাল ব্র্যান্ডের। শুধু সময় প্রদর্শন নয় এই স্মার্টওয়াচটি দিয়ে একজন স্মার্টফোন ব্যবহার কারী নিজের ফোনটি বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। স্মার্টওয়াচটির সাহায্যে ব্যবহারকারী স্লিপ কোয়ালিটি এবং ফিটনেস ট্র্যাক করতে পারবে সহজেই । ক্যামেরা ও মিউজিক নিয়ন্ত্রণ সহ কল করতে পারবে এই স্মার্টওয়াচটির মাধ্যমে। আবার সকল সামাজিক মাধ্যম তথা ফেসবুক, টুইটার………..জিমেইল……….. ইত্যাদি থেকে নোটিফিকেশন আসার সাথে সাথে ব্যবহারকারীকে নোটিফাই করবে এই স্মার্টওয়াচটি। এছাড়াও ধারণ করতে পারবে প্রাণবন্ত সেলফি।
শুধু তাই নয় স্মার্টওয়াচটির ফিচার সমূহ ও চোখে পড়ার মত। চলুন দেখি স্মার্টওয়াচটি তার ভক্তদের কাছে কি নিয়ে এসেছে।
ডিজাইন
স্মার্টওয়াচটির ডিসপ্লের পুরুত্ব মাত্র ১০.৫ মিলিমিটার, ডিসপ্লের ব্যাস ৪১.৮ মিলিমিটার, স্মার্টওয়াচটির বেল্টের পুরুত্ব ৩.৪ মিলিমিটার এবং প্রস্থ ২০ মিলিমিটার। স্মার্টওয়াচটির ওজন মাত্র ৫৫ গ্রাম। রয়েছে এলসিডি লেন্স। সাদা এবং কালো রংয়ের এই স্মার্টওয়াচটি আপনাকে অধিকতর স্মার্ট করে তোলার জন্য ১০০ ভাগ সক্ষম।
ডিসপ্লে
১.২২ ইঞ্চির আই পি এস ২৪০দ্ধ ২০৪ পিক্সেলের এই স্মার্টওয়াচটিতে রয়েছে টি এফ টি ২৬২কে কালার ডিসপ্লে।
প্রসেসর
স্মার্টওয়াচটিতে রয়েছে চিপসেট এস টি এম ৪২৯ প্রসেসর। রয়েছে অ্যাসেলেরোমিটার, গেরো, অ্যালটিমিটার, হার্ড রেট সেন্সর, ই-কমপাস, ব্লুটুথ ৪.০ এল ই, এন এফ সি ট্যাগ, ভাইব্রেশন মোটর, বিউল্ট ইন ইউ এস বি পোর্ট। এই স্মার্টওয়াচটি অ্যান্ড্রয়েড ভার্সন ৪.৩ বা তার উপরে, আইওএস ৭, আইফোন ৪এস বা তার উপরে স্মার্টফোনগুলোতে সাপোর্ট করবে। এই স্মার্টওয়াচ টি পানি এবং ধূলিকণা প্রতিরোধী ।
ব্যাটারি
স্মার্টওয়াচটিতে রয়েছে ২১০ এম এ এইচ ব্যাটারি। যা অনেক বেশী সময় ধরে সার্ভিস দিতে সক্ষম।
এতসব বৈশিষ্ট্য সম্পন্ন গ্লোবাল ব্র্যান্ডের অ্যালকাটেল ওয়ানটাচ স্মার্টওয়াচটি কিনতে খরচ পড়বে মাত্র ৯ হাজার ৪৯৯ টাকা।

Alcatel Onetouch Smart Watch