স্পন্সরড এলার্ম


গ্লোবাল ব্র্যান্ড অ্যালকাটেল ওয়ানটাচ সমস্ত বিশ্বের সেরা স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে অন্যতম একটি। সমস্ত বিশ্বের বাজারের পাশাপাশি বাংলাদেশের বাজারে সুপ্রতিষ্ঠিত অ্যালকাটেল ওয়ানটাচ এবং সাথে আছে তাঁর একটি অনলাইন মোবাইল সেলিং ই-কমার্স সাইট বাইমোবাইল.কম.বিডি। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাঙ্গালীরা যেমন বিজয় ছিনিয়ে এনেছিল বাংলাদেশের আকাশে তেমনী হাজার বাঁধা পেরিয়ে আকর্ষণীয় ডিজাইন, গুণগত মান বজায় এবং অবিশ্বাস্য মূল্য নির্ধারণের মাধ্যমে নিজেকে বিশ্বের বাজারে সুপ্রতিষ্ঠিত করেছে অ্যালকাটেল ওয়ানটাচ। তারই ধারাবাহিকতায় বিজয়ের আনন্দের রং কে আরো বেশী গাঢ় করে তুলতে এবং বিজয়ের উল্লাসকে আর একটু ভালো ভাবে ফিরিয়ে দিতে অ্যালকাটেল ওয়ানটাচ দিচ্ছে দুর্দান্ত বিজয় অফার। তাঁর বেশ কিছু সফলগামী মডেলে থাকছে অবিশ্বাস্য মূল্য হৃাস।
বিজয় অফারের তালিকায় যে সব মডেল গুলো থাকছে জানতে আসুন
(2104)