স্পন্সরড এলার্ম


নকিয়া মোবাইল ব্যবসা বন্ধ করার আগে তা মাইক্রোসফটের কাছে বিক্রি করে দিয়েছে। তবে এই ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠানটিই ঘোষণা দিয়েছে, এই মাসের শেষ দিকেই অ্যানড্রয়েডভিত্তিক স্মার্টফোন আনার। প্রযুক্তিভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম ম্যাশএবল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তারা জানিয়েছে, দুই সপ্তাহ পরে বার্সেলোনাতে অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে স্মার্টফোনটি উন্মোচিত হবে।
এদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়, নকিয়া অ্যানড্রয়েড ডিভাইসের ডেভেলপিংয়ের কাজ করছে। অপরদিকে মাইক্রোসফট লেনদেনের বিস্তারিত নিয়ে কাজ করছে।
এর আগে সেপ্টেম্বরে নকিয়া জানিয়েছিল, মাইক্রোসফট ৭.৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে নকিয়ার মোবাইল ডিভিশন এবং তার প্যাটেন্ট কিনে নেয়।
এক প্রতিবেদনে বলা হয়, নতুন পণ্যের মার্কেট ধরাই এই অ্যানড্রয়েড ডিভাইসের লক্ষ্য। তবে এর কিছু কিছু বিশেষ ফিচারের তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। এই স্মার্টফোনটি নকিয়ার স্বল্পমূল্যের আশা ব্র্যান্ডের অ্যানড্রয়েড ভার্সন।
মার্কেটিং এবং ডেভেলপমেন্টে বিলিয়ন ডলারের প্রস্তাবের পর নকিয়া তার পূর্ববর্তী সফটওয়্যারের কার্যক্রম বর্জন করে উইন্ডোজ ফোন প্ল্যাটফর্মের দিকে মনোযোগী হয়।
তথ্যটি আসে স্টিভ বালমোরের স্থলাভিষিক্ত হওয়া মাইক্রোসফটের সদ্য সিইও (চিফ এক্সিকিউটিভ অফিসার) সত্য নাদেলার কাছ থেকে।
(1381)