স্পন্সরড এলার্ম



ব্যবসায়িক ধারাবাহিকতায় সিম্ফোনী এবার বাজারে আনতে যাচ্ছে এক্সপ্লোরার জেড থ্রি । অক্টাকোর প্রসেসর সম্মৃদ্ধ এই ফোনে থাকছে ১ গিগাবাইটের র্যাম। ১.৭ গিগাহার্টজ গতির এই স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক MT6592 চিপসেট। অ্যান্ড্রয়েড ৪.২ জেলীবিন চালিত এই ফোনে আরো থাকছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা, থাকছে ডুয়েল সিম সুবিধা, ভালো ব্যাকআপের জন্য থাকছে ২২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারী।
গতকাল রাতে নান্দনিক উপস্থাপনার মাধ্যমে ৮.৬ মিলিমিটার পাতলা স্মার্টফোনটির মোড়ক উন্মোচন করেন এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ। এ সময় তিনি বলেন, “উন্নততর মাল্টি টাস্কিং এবং ব্যাটারি সাশ্রয়ের জন্য এ হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে ১.৭ গিগাহার্জ ট্রু অক্টাকোর প্রসেসর, যার আটটি কোরই একসঙ্গে কাজ করবে। ফোনটিতে একই সঙ্গে উচ্চমানসম্পন্ন ক্যামেরা, মিউজিক, ভিডিও, দ্রুতগতির ডাটা সার্ভিস, গেমিং ও অন্যান্য সুবিধাও উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।”
স্ট্যান্ডার্ড ২৪/৩০ এফপিএসের ভিডিওকে স্বয়ংক্রিয়ভাবে ৬০ এফপিএসের হাইকোয়ালিটির ভিডিওতে রূপান্তরের জন্য এক্সপ্লোরার জেড থ্রি এ ব্যবহার করা হয়েছে ‘ক্লিয়ার মোশন’ টেকনোলজি। ৪.৭ ইঞ্চি আইচডি ডিসপ্লের এই ফোনে আল্ট্রা আইচডি ভিডিও চালানোর জন্য রয়েছে উন্নততর কোয়াড কোর গ্রাফিক্স ইঞ্জিন। এক্সপ্লোরার জেড থ্রি এ যেসব সেন্সর থাকছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো – এক্সেলারোমিটার, গায়রোস্কোপ, প্রক্সিমিটি, গ্রাভিটি, লাইট সেন্সর প্রভৃতি।
এক্সপ্লোরার জেড থ্রি এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জানানো হয়, ফোনটির ১৩ মেগাপিক্সেলের রোটেটেবল ক্যামেরা ১৮০ ডিগ্রি পর্যন্ত ঘুরিয়ে ফ্রন্ট অ্যান্ড রেয়ার উভয় ক্যামেরা হিসেবে ব্যবহার করা যাবে। ফলে থ্রিজি নেটওয়ার্ক সংযোগে বাবহারকারীরা সেলফি ও ভিডিও কল করতে পারবেন হাই রেজ্যুলেশনে।
এ মাসের শেষের দিকে বাজারে পাওয়া যাবে ১৯,৯৯০ টাকা মূল্যের নতুন স্মার্টফোন এক্সপ্লোরার জেড থ্রি !
(985)